
রক্তিমাভ সূর্য থেকে সোনালী দুপুর,
মিঠেকড়া রোদ পেরিয়ে গোধূলি পুকুর,
জোনাক জ্বলা রাত অথবা আমাবস্যা,
পরদিন, পরের রাত হাজারো তপস্যা,
হোকনা তা শ্রাবণের বিরামহীন বৃষ্টি,
কিনারাহীন জলের স্যাতস্যেতে দৃষ্টি,
গ্রীষ্মের খাঁ খাঁ রোদ অথবা হেমন্ত,
কনকনে মাঝ শীত অথবা বসন্ত,
টকটকে কৃষ্ণচূড়া অথবা গোলাপ,
খবরের কাগজ থেকে চায়ের কাপ,
সাদা ক্যানভাসে বা রঙের তুলিতে,
সৃতির পাতা বা পুরনো ডায়েরীতে,
তারুন্নের উদ্দামতায় মাতা প্রেমে,
অথবা মোটা কাঁচে চশমার ফ্রেমে,
শুধু বলবো, তোমার পাশে............
আমি ছিলাম, আমি আছি, আমি থাকব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


