আমি যতই দেখছি ততোই অবাক হচ্ছি
বাংলার বুকে যৌবনের কথায় বলছি
আমি অনেক দেখেছি যৌবনের ধারা
একে একে বুড়িয়ে গেছে বয়সের দ্বারা
বাংলার রুপের বয়স হচ্ছে যত ভাড়
আহা ! কি টগবগে চিরোযৌবন তার
বাংলার যে ষড়ঋতু দেখেছি আমি তাও
এতো সৌন্দর্য্যের ভিন্নতা দেখিনি কোথাও
আমি ধন্য আমি ধন্য সহস্রবার ভাই
এ বাংলা মায়ের কোলে জন্মেছি তাই
আমি যতই জানছি ততোই গর্বীত হচ্ছি
বাংলার স্বাধীনতার যুদ্ধের কথাই বলছি
বাংলা মায়ের বীর সন্তানের ৭১র দান
করেছে স্বাধীন রেখেছে বাংলার মান
রাজাকার, আলবদর করেছিস তোরা কি ভুল
নারীর সম্ভ্রম নিলেও দেইনিতো এ কূল
৯মাসের যুদ্ধের পর ৩০লক্ষ শহীদের
মুক্তিযুদ্ধে এনেছে স্বাধীনতা আমাদের
বাংলার বুকে বাড়াসনা আর কেউ হাত
জাগলে আরেকবার পুড়ে হবি ছাড়খার
আমি ধন্য আমি ধন্য সহস্রবার ভাই
বাংলা মায়ের কোলে জন্মেছি তাই
আমি যতই শুনছি ততোই মুগ্দ্ধ হচ্ছি
বাংলা ভাষার মধুর বুলির কথায় বলছি
পৃথীবির আর কোথাও এতো ভালোবাসা
জীবন দিয়ে বেসেছে কি কেউ মাতৃভাষা
৫২র ভাষাআন্দোলনে সালাম রফিক আরো কত
এই ভাষার জন্য দিয়েছিল প্রাণ শত
বাঙ্গালীর সাথে গর্বীত হয়ে বিশ্ববাসী
মাতৃভাষা দিবস করছে পালন ২১ ফেব্রুয়ারী
আমি ধন্য আমি ধন্য সহস্রবার ভাই
এ বাংলা মায়ের কোলে জন্মেছি তাই
আমি চিরোনিদ্রায় শায়িত হতে চাই
বাংলার বুকের মাটিতে দিও আমায় ঠাঁই
আমি জন্মিতে চাই সহস্রবার ভাই
এ বাংলা মায়ের কোলে বিশ্বকে জানাই
আমি ধন্য আমি ধন্য সহস্র বার ভাই
এ বাংলা মায়ের কোলে জন্মেছি তাই ।
.........১৮.০৮.২০১১"কাব্য সৈনিক"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



