এবারের ছবি
"গরু থেকে মানুষ"
~দোস্ত আমি ছবিতে চান্স পেয়ে গেছি ।
-তাতো বুঝলাম বাট তোর পার্ট কি ছবিতে ।
~আরে দোস্ত এটা যাদুর ছবি এবং ছবির নায়ক আমি ।
-ও দারুন তা ছবির কাহিনিতে নায়ক হিসেবে কোন ভুমিকায় পার্ট করবি ।
~আরে দোস্ত আমি একটা গরু ছিলাম আমাকে মানুষ করে দেয় যাদুর দ্বারা তারপর আমি বিভিন্ন ধরনের মানুষের সাথে চলাফেরা করি তাদের কার্যক্রম আর জ্ঞান পর্যবেক্ষন করি কিন্তু শেষমেস বুঝতে পারি গরু হিসেবেই ভালোছিলাম কারন গরুরা মানুষের মত এত রাজনিতী বুঝেনা আর একে অপরকে নৃশংস ভাবে হত্যা করেনা ।
-ঐ ব্যাটা চুপ করলি ! "মানুষ মানুষ থেকে গরু হয় আর তুই গরু থেকে মানুষ হইছিস" আজব ছবি ।
~তবে যাই বল ছবিটার একটা ডায়লগ আমার দারুন লেগেছে হাম্বা হাম্বা ।
-গরুরর ডায়লোগতো এটাই হবে এ আর কি ।
~দোস্ত এর ইলাব্রেশান কি জানিস ?
-কি ?
~বাংলাদেশের গরুদের সাথে মিশে শিখেছি । "হায়রে মদন বাঙ্গালী"
হা- হায়রে
ম- মদন
বা- বাঙ্গালী ! (হামবা)
-অসাম দোস্ত অসাম ।
~কিন্তু দোস্ত হামবা র অর্থের কারনে গরুটি দেশদ্রোহির অপরাধে অপরাধী বলে বিবেচিত হয় এরপর তার নামে কুরবানির রায় হয় এবং রায়টি কার্যকর হয় ।
- :'( :'( ;-(
এটি একটি স্যাটায়ার ফান ছবি কেউ সিরিয়াসলি দেখবেন না ।
কেমন লাগলো জানাবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



