"সত্যিকারের প্রেমিক হবো"
আমি একজন প্রেমিক হবো
খোদার প্রেমিক দেবীর প্রেমিক
সাগর নদীর কূলের প্রেমিক
পাখির প্রেমিক আঁখীর প্রেমিক
ফুলের ফলের জলের প্রেমিক
আমি একজন প্রেমিক হবো
মধুর প্রেমিক বধূর প্রেমিক
ভ্রমর আর অমর প্রেমিক
আমি তোমার প্রেমিক হবো
মনের প্রেমিক দেহের প্রেমিক
ঠোঁটের চোঁখের নোখের প্রেমিক
যৌবনের প্রেমিক মৌবনের প্রেমিক
কামের ঘামের জানের প্রেমিক
আমি তোমার প্রেমিক হবো
সুখের প্রেমিক দুঃখের প্রেমিক
মায়াবী ঐ মুখের প্রেমিক
আমি সবার প্রেমিক হবো
কবি ও কবিতার
ছবি ও ছবিকারের প্রেমিক হবো
অসীম আকাশের নীল
আর নর নারীর মিল হবো
আমি তোমার আকাশের চিল হবো
আমি তোমার সত্যিকারের প্রেমিক হবো
সত্যিকারের প্রেমিক হবো ।
(সংক্ষেপায়িত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



