ধনী ব্যক্তিদের আরাম-আয়াশ আর বিলাসিতার জন্য বিশ্বজুড়ে কত না আয়োজন! এবার অস্ট্রিয়ান একটি প্রতিষ্ঠান ধনকুবেরদের জন্য নিয়ে আসছে বিশেষ ধরনের ভাসমান দ্বীপ।
কোম্পানির প্রতিষ্ঠাতা গ্যাবর অরসস জানান, ২০ মিটার প্রস্থ ও ৩৭ মিটার দৈর্ঘ্যের একেকটি দ্বীপের দাম পড়বে ৬৫ লাখ মার্কিন ডলার। ‘অরসস দ্বীপ’ নামের এ দ্বীপের কোনো ইঞ্জিন থাকবে না। তবে মালিক তাঁর ইচ্ছেমতো পৃথিবীর যেকোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন।
হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ব্যবসায়ী অরসস বলেন, এই দ্বীপের ব্যাপারে সারা বিশ্ব থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ‘আমরা এরই মধ্যে প্রাথমিক ফরমায়েশ নিয়েছি।’
পরিবেশবান্ধব এই দ্বীপটি হবে স্বয়ংসম্পূর্ণ। এতে সৌরবিদ্যুতের পাশাপাশি বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা থাকবে। ক্রুসহ ১২ জন মানুষের থাকার ব্যবস্থা থাকবে সুসজ্জিত দ্বীপটিতে। শুধু বসবাসের জন্যই দ্বীপের এক হাজার বর্গমিটার জায়গা বরাদ্দ থাকবে।
কিন্তু ভাসমান দ্বীপের এ স্বপ্ন পূরণের পথে এখন একটাই বাধা। একটি দ্বীপও এখন পর্যন্ত তৈরি করা হয়নি। তবে অরসস কোম্পানির বিশেষজ্ঞরা আশা করছেন, দেড় থেকে দুই বছরের মধ্যে প্রথম দ্বীপটি তৈরি করা সম্ভব হবে।
সূত্র :
Click This Link
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

