নবিজীর যুগে এক ব্যক্তি কাবাঘর তাওয়াফ করছিল। তাঁর কাঁধে তার মা।
তাওয়াফ শেষে নবিজীর খেদমতে সে আরজ করল- হে রাসূল! আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবিজী বললেন- " না! তোমার মায়ের একটি দীর্ঘশ্বাসের হকও আদায় করতে পারনি?"
--মুসনাদে বাযযারঃ ১৭৭৭
---তাফসীরে ইবনে কাসীর,সূরা ইসরা-আয়াতঃ ২৩
সাইদ ইবনে বুরাদার(র) সূত্রে বর্ণিত আছে,এক ইয়ামেনী লোক তার মাকে পিঠে বহন করছিল, তখন সে লোক ইবনে উমর(রা) জিজ্ঞেস করেছিলেন- আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি,তখন ইবনে উমর(রা) একই উত্তর দিয়েছিলেন।
****আজ হঠাৎ মায়ের কথা কেনো স্মরণ হচ্ছে জানিনা তবে তার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি সবার কাছে ......*****
দিবস ও রজনী
আত্মার স্বজনী
ভেবেছ কখনো
ছোট্ট তখনো
বলেছি কিনিতে
চেয়েছি পরিতে
পারনি দিতে
দিবা ও নিশীথে
কতনা যাতন
সয়েছি তখন
বলেছি মরিয়া
ভাসািয়ে দরিয়া
আবেগ প্রবন
করনি শ্রবন
আজ হয়েছে
পথ পেয়েছে
তবুও পারনি
কিংবা ছাড়নি
অভাব ও বিপদ
ভোলেনি সে পথ
একই ভাবে চলে
হেলে ও দুলে
আপদে বিপদে
ভুমিকায় স্বপদে
আগলে রেখেছ
ছাতা হয়ে থেকেছ
তবুও বলনি
ভিন্ন ধরনী
মা ..তুমিই সকল কিছুর জন্য দায়ী ...। কারন তুমিই শিখিয়েছো ....... মানুষকে ভালো বাসতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



