গ্রামের এক গৃহস্থের বাড়িতে ছিল শাশুড়ি আর বৌমা, হটাত এক রাতে গৃহস্থের বাড়িতে চুরি হলো। সকালে শাশুড়ি হাউ-মাউ করে কান্না ও বিলাপ করতে করেতে বলছে "চোর সব স্বর্ণ-গয়না নিয়া গেছে, এখন আমার কি হইব" ইত্যাদি ইত্যাদি। পাশ থেকে বউমা ফিস ফিস করে শাশুড়িকে বলল "মা, ঐ ব্যটা শুধু চোরই না লুইচ্চাও"।
আমাদের দেশেও পাঁচ বছর পর পর গৃহস্থের বাড়ির মত হয়। ক্ষমতা লোভীরা টাকা-পয়সা, মান-ইজ্জত দুটোই নিয়ে চম্পট দেয়। জনগণও হাওমাও করতে থাকে সব হারিয়ে। বেচারী বউমার মত দেশটাও নিঃশব্দে হারায় তার সমস্ত আত্নমর্যাদা। আর বুক ফুলিয়ে দাপিয়ে বেড়ায় চৌর্য দক্ষরা।
প্রখ্যাত কথা সাহিত্যিক বলেছেন, আসুন আমরা রোগ কে ঘৃনা করি, রোগীকে নয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




