উপরের প্রশ্ন টিউটোরিয়াল :: কিভাবে লিখবেন একটি পুরুষবাদী পোস্ট! এর কারনে করা।
প্রশ্নটা আমাদের অতি পরিচিত এক "সিক" ব্লগারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয়েছে। সাথে আরো একটি প্রশ্ন করা হয়েছে, সেটা হল, তার জন্মপ্রক্রিয়ায় কি কুকুর-বিলাইর কোনো অবদান ছিলো ? সে এইরকম অস্বাভাবিক হইছে ক্যান ? সেখানে এ নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। চ্যাবক নামক সেই ব্লগার এই ব্লগ আই মিন সামু ব্লগকে নিজের পৈত্রিক সম্পত্তি মনে করে সেই অনেক আগ থেকে ধর্ষন করে যাচ্ছে তার অশ্রাব্য- অশ্লীল আর অসুস্থ পোষ্ট মন্তব্যের মাধ্যমে। আগে এগবার তার অসুস্থতা বেড়ে যাওয়ায় ব্লগ কর্তপক্ষ তাকে ইঞ্জেকশন পুশ (জেনারেল এবং কমেন্ট ব্যান) করেছিল। তখন সে সাময়িক ব্লগ থেকে দূরে ছিল। অবশ্য লুকিয়ে লুকিয়ে সে "আমি খাপোর ছেলে নামক" নিক থেকে ব্লগিং করে যাচ্ছিল। যাহোক সে কথা। ইদানিং তার অশ্লীলতা বাংলাদেশের সংসদ কে অতিক্রম করে এখন টানবাজার অতিক্রম করার পর্যায়ে। অতীতে সে ছাগু োন্দানির নাম করে গালি দিলেও এখন তার গালি থেকে আর কেউ রেহায় পাচ্ছেনা। কথা হল কুকুর পাগল হলেতো তার তার জ্ঞান থাকেনা, চয়াবকের হয়েছে তাই। সে এখন পাগলা কুকুর। যাকে তাকে কামড়ে দিচ্ছে।
এই মহান ব্লগার সম্পর্কে করা এক গুরুত্বপুর্ন মন্তব্য হুবুহু আপনাদের জন্য তুলে ধরলাম-
প্রলয় হাসান বলেচেন:
আপাত: দৃষ্টিতে সবাকের লেখা পড়ে নতুনরা অবাক হবে, এতে "আমাদের" অবাক হবার কিছু নাই। কিন্তু সবাক যে একজন প্রতিবন্ধী, এটা কিন্তু তার লেখায় বুঝাই যায় না। (এটা বুঝতে পারে পুরনো ব্লগাররা, বিশেষ করে ২০০৮-০৯ সালে যারা সামুতে নিয়মিত ছিলো।)মনেহয় অতি উন্নত মানের "প্রতিবন্ধকতা" আছে তার।
তার দুই ছেলা আছে যারা তার আশে পাশে সারাক্ষন কুঁইকুঁই করে। একজন হলেন বিশিষ্ট ভিক্ষুক লেদাচোহান আরেকজন তারই দুষ্ট জালিম আল ফাজি। গুরুর এহেন দুঃখজনক পরিনিতিতে দুজন হয়রান হয়ে এখানে সেখানে উকালতি করছে। কিন্তু সব জায়গায় লাথি খাচ্ছেন।
রাজিউর রহমান বলেছেনঃ তাইলে তো আপ্নের আয়োডিন লবন খাওয়া জরুরি হয়ে পরসে..শুধু আপ্নের না, আপ্নার লগে যারা সহমত সবগুলার।
শুভ বলেছেনঃ রাজিউর রহমান : আপনি যতদিন আগে ব্লগের নাম শুনসেন , আমি তারও ২ বছর আগে ব্লগিং ছেড়ে দিছি ... :-) ... ব্যাপার না ...
যাউজ্ঞা সেসব কথা। এখন কথা হইলো এই আমি এককালে কত ভালা আচিলাম। কিন্তু একদিন যখন হালকা পাতলা ফিনফিনে এক পোস্টে এই অফিস কেরানী জারজটার গালি খেলাম সেদিন থেকে আমি হলাম লিচু গাছ। অনেকটা আমেরিকা রাশিয়াকে দমন করতে যেমন বানাইছিল লাদেইন্নারে তেমন। সেই থেকে আমার গালি জীবন শুরু। যেখানে চয়াবক সেখানেই গালি।
**ব্যক্তিগত প্রাইভেসির কারনে ফেসবুক লিংক দেয়া পরিত্যাগ করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



