
সামুর সুসময়ের আদর্শ ব্লগারদের মাঝে মাঈনউদ্দিন মইনুল হচ্ছেন একজন খুবই আধুনিক মনের ব্লগার; তিনি এখনো ব্লগে আছেন, পড়েন, কমেন্ট করেন, কম লেখেন। গত সপ্তাহে উনার ব্লগিং;এর ১৩ বছর পুর্ণ হয়েছে; সবার পক্ষ থেকে উনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই সপ্তাহে তিনি আমার ১টি পোষ্টে কমেন্ট করেছেন, আমার খুবই ভালো লেগেছে; আমার অস্হিরতা, একটু হকিশ আচরণ, ইত্যাদি উনার চোখে পড়েছে; আমাকে আগের মতোই থাকতে বলেছেন, যাতে আমি নিজের স্বকীয়তা না'হারাই। উনাকে ধন্যবাদ, আমি চেষ্টা করবো।
উনি কিছুটা সময় করে লিখলে বেশ ভালো হতো।
মাঈনউদ্দিন মইনুল ব্লগের সুসময়টাকে উপভোগ করেছেন, আজকের দুর্দশাও দেখছেন; কোন বাংলা ব্লগই তেমন ভালো নেই আজকাল। ভালোভাবে লিখতে পারেন, এমন ব্লগারের সংখ্যা এখন খুবই কম। দেশের বিশৃংখলা ও এনার্খীর মাঝে মিশে গেছেন ব্লগারদের বড় অংশ। দেশ, জাতি ও বিশ্বকে না'বুঝে সামুতে লিখলে জাতির ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটা শুন্য ( জিরো ); কারণ, সামুতে কি হচ্ছে, তা ২০/৩০ জনের মাঝে আবদ্ধ থাকছে মাত্র।
কিন্তু লেখকদের লেখার মান, তাদের দক্ষতা, সততা, আচরণ, ব্যক্তিত্ব ইত্যাদি জাতির শিক্ষিতদের সম্পর্কে পরিস্কার ধারণা দি্চ্ছে। যারা লিখতে জানেন না, তাদের নিজেদের গার্বেজ তাদেরকে নিরুৎসাহিত করে তুলবে ক্রমে; গত কয়েক মাসের মাঝে কয়েকজন গার্বেজ লেখক উৎসাহ হারায়ে ফেলেছেন।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



