
মার্কার লোকটি অযোগ্য হলে তিনি তাঁর এলাকার সঠিক প্রতিনিধিত্ব করতে পারবেন কি? ভোটার মার্কা না দেখে যোগ্য লোক দেখে ভোট দিলে সমস্যা কি? যোগ্য লোকেরা কি তাঁর দল করেন না? সেজন্য তাঁকে ক্ষমতায় বসাতে অযোগ্য লোককে ভোট দিতে হবে? যোগ্য লোকেরা তাঁর দল না করলে তাঁকে কিভাবে যোগ্য বলা যায়? তিনি অযোগ্য হলে তাঁর দলের অযোগ্য লোককে ভোট দিয়ে তাঁকে ক্ষমতায় বসাতে হবে কেন? তাঁর কথা থেকে তাঁকে যোগ্য লোক বলা যায় কি? এমন অযোগ্য লোক ও দল পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে কি? এ দলটি ১৯৯৬ সালের ফেব্রুয়ারীর নির্বাচনে ২৭৮ আসন পেয়ে মাত্র ১২ দিন ক্ষমতায় টিকে ছিল। কি প্রয়োজন ছিল এমন একটি নির্বাচন করার? বিরোধীদের সাথে আলোচনা সাপেক্ষে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন কি করা যেত না? সেই নির্বাচনে আওয়ামী লীগ ছিল না। এখনো আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার কথা বলা হচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে করা নির্বাচনে যে সরকার গঠিত হবে সে সরকার কত দিন টিকবে? যে কারণে আওয়ামী লীগের জন সমর্থন কমেগেছে তার চেয়ে জঘণ্য কারণে পরবর্তী সরকারে জন সমর্থন কমে গিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে আসতে পারে। তাতে করে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে গঠিত সরকার বেশী দিন নাও টিকতে পারে।
আমাদের জনগণ যথেষ্ট রকমের অনুন্নত বিধায় তারা ক্ষমতার জন্য অনুন্নত লোক নির্বাচিত করে। এক জন ব্লগার বললেন এবারের নির্বাচনে এমপি হওয়ার যোগ্য কোন লোক নাই। সেজন্যই হয়ত জনাব তারেক বলেছেন লোক দেখে ভোট দেওয়ার দরকার নাই। তারচে বরং মার্কা দেখে ভোট দিলেই তিনি ক্ষমতা পেয়ে যাবেন। তারপর পাঁচ বার দূর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি দেশকে দূর্নীতি মুক্ত করবেন। তিনি যেহেতু বলেছেন সেহেতু কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তাঁর মার্কা দেখে। এ দলের সব কিছু মার্কা হিসাবে বিবেচনা করা হয়। আর সে মার্কাটি পাওয়া যায় ক্ষেতে। সুতরাং এ দলকে ভোট দিয়ে আমরা ক্ষেতের দিকে তাকিয়ে থাকব। এ মার্কার লোকেরা কোন মার্কা দেশ চালায় আমরা সে দিকে তাকিয়ে দেখব না।
ড.ইউনুস বিশ্বাসযোগ্য নন, অন্যরা কি বিশ্বাসযোগ্য? এক দল এখন ভালো আছি না তখন ভালো ছিলাম সে হিসাব নিয়ে ব্যস্ত। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার সরকার প্রধান একাধারে আট বছরের বেশী ক্ষমতায় থাকেন না।আমাদের সরকার প্রধানের এর দ্বীগুণ সময়েও ক্ষমতার সাধ মিটেনা।এমন একজন ক্ষমতা লোভীর সময় কে কেমন ছিল সে হিসাব করার দরকার কি? সামনে যারা ক্ষমতায় আসবেন তাঁদের নিকট আমরা গণতন্ত্রের ডালভাত চাই। তাদের স্বৈরতন্ত্রের বিরিয়ানী আমরা চাই না। আর গণতন্ত্রের জন্যই কোন দলকে নির্বাচনের বাইরে রাখা ঠিক না। কোন দল মন্দ হলে সেই দলের বিচার জনগণ ভোটের মাধ্যমে করবেন। এটাই গণতন্ত্রের শিক্ষা। ক্ষমতার লোভে কোন দলকে নির্বাচনের বাইরে রাখা কোন ভালো কাজ না।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


