তোমারই জন্য আহরণ করব পৃথিবীর সব ফুল
ভেবেছি তোমার জন্যই আহরণ করব পৃথিবীর
সব ফুল,
মৌমাছির মতো সঞ্চয় করব সব মধু, স্বর্ণখনি উজাড় করে
আনব তোমাকে উপহার দেওয়ার জন্য,
সহস্র ফুলের গন্ধ রেখে দেব, ভরা বর্ষা রেখে
দেব।
জ্যোৎস্নারাত্রি রেখে দেব;
তারাভরা আকাশ তোমারই জন্য ধরে রাখব।
তোমারই জন্য মরুভূমি করব উদ্যান, তুষারের দেশ
করে তুলব বসন্তের পুষ্পমন,
তোমারই জন্য শুষ্ক বৃক্ষগুলি
করে তুলব পত্রময়,
ভেবেছি তোমার জন্য গন্ধে গন্ধে ভরে তুলব এই পৃথিবী,
তোমারই জন্য আহরণ করব সব ফুল,
সব স্বর্ণমুদ্রা, সব সুখ;
তোমারই জন্য পৃথিবী করে তুলব চিত্রময়,
চিরস্বপ্নপুরী।
রচনা- মহাদেব সাহা
আবৃত্তিঃ আজহারুল ইসলাম
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২৩ বিকাল ৩:০২