"খোকা! ঘুম থেকে উঠ, অফিসে যাবি না!"
বাবার ডাকে আজও ঘুম থেকে জাগি।
অসুখ শরীরে মুখ ফুটেও বলি না।
বাবা ঠিক পায় টের! সারা রাত জাগি
জায়নামাজে বসে আমার জন্য ভাবে।
ব্যস্ততার ভীড়ে আজ এক সাথে বসে
খাবার সময় নেই। বাবা তবু বসে;
ছেলে ফিরলে তবেই এক সাথে খাবে।
মুখ ফুটে কখনও বলি না বাবাকে,
"বাবা! বড় ভালবাসি আমি যে তোমাকে।"
তবু আমি জানি বাবা নিশ্চয়ই জানে!
তার কথা না শুনে আজও অকারণে
জ্বালাতন করি। তবু ভাবি আজ থেকে
আমার জন্য বাবা কষ্ট না পায় মনে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১১ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




