আযানের আরবীয় বেসুর বেঢপ আওয়াজে আমার শব্দানূভুতিতে আঘাত লাগে। আর যদি আশেপাশে আহলে হাদীস মার্কা মসজিদ থাকে তাইলে ত লা জবাব। আজান শেষ হইতে চায় না। আর ভাবখানা এইরকম যে ২৪ ঘন্টা আযান দেওয়ার ব্যবস্থা থাকলে ভালো্ হইত! কবি কায়কোবাদের আমলে মনে হয় আযানের এই মাটি কাঁপানো দূষণ ছিল না।
কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর আযানের ধ্বনি!
এখন আর প্রাণ বা ধমনী আযানের সূরে নাচে না। আযান মর্মে মর্মে বাজে না, মনে হয় কে বা কারা কানে হাতুরী পেটা দিচ্ছে।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




