সবাই যেমন বাঁধানো পথে হাঁটে
যেমন ক’রে ফসল ফলায় মাঠে
আমি নাই-বা হলাম তাদের মতো।
আমি না হয় বাড়াই পা
নিষ্ফলা-শৈলজ-তুষারাবৃত পথে।
সবাই যেমনভাবে দ্যাখে
যেমন ক’রে একইরকম সুখের ছবি আঁকে
যেমনভাবে কারিকুরি ক’রে বাঁচে
আমি নাই-বা হলাম তাদের মতো।
আমি না হয় একটু অন্যভাবে দেখি
অন্যরকম শৈলীতে সুখের ছবি আঁকি
আমি একটু অন্যরকমভাবে বাঁচি।
অন্যপথে হাঁটা মানেই- অগস্ত্যযাত্রা নয়
অন্যভাবে দেখা মানেই- ভুল দেখা নয়
অন্যভাবে আঁকা মানেই- অশ্লীলতা নয়
অন্যভাবে বাঁচা মানেই- নষ্ট জীবন নয়।
গতানুগতিকের এই যুগে অনুগামীদের ভিড় ছেড়ে
উপহাস-কটাক্ষ পিছনে ফেলে
বৃক্ষ-নদী-পাহাড়ের সাথে সখ্যতা গ’ড়ে
আমি একটু অন্যভাবে হাসি
আমি একটু অন্যরকমভাবে বাঁচি।
ঢাকা
১০ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫