আরবের বিখ্যাত ওকাজের মেলা নিষিদ্ধ করেছ
বাংলার ঐতিহ্যবাহী মেলাও নিষিদ্ধ করতে চাইছ
আমের মুকুল, তিল কিংবা সর্ষেফুলে
মৌমাছিদের মেলা নিষিদ্ধ করবে কী ক'রে?
সংগীতকে ধর্মবিরুদ্ধ আখ্যা দিয়ে বাউলদের প্রহার করছ
সুফি সাধকের মাজার ও বাদ্যযন্ত্র ধ্বংস করছ
বৃক্ষ ও অরণ্যনিবাসী
পাখি আর ঝিঁঝিপোকার গান নিষিদ্ধ করবে কী ক'রে?
হারামের কথা ব'লে পৃথিবীর অমূল্য সব চিত্রকর্ম ধ্বংস করছ
মানুষ ও পশুপাখির ছবি আঁকা নিষিদ্ধ করতে চাইছ
জল এবং মাটিতে সূর্যও প্রাণির প্রতিবিম্ব আঁকে
পৃথিবীতে সূর্যের আলোর প্রবেশ নিষিদ্ধ করবে কী ক'রে?
২৭ অক্টোবর, ২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


