
নদীর বুকেও দুঃখ জেগে ওঠে
আমি তো রক্ত-মাংসের মানুষ,
নদীর দুঃখের ভাগ-বাটোয়ারা নিয়ে মানুষে-মানুষে যুদ্ধ হয়
আমার দুঃখ আমি একাই ব’য়ে বেড়াই।
মাঝে মাঝে ভাবি-
কার দুঃখ বেশি; নদীর, নাকি আমার!
কালের চক্রে সুউচ্চ পাহাড়ও ভেঙে পড়ে
আর আমার তো অনুভূতিপ্রবণ হৃদয়
পাহাড় ধ্বসা মাটি নিয়েও মানুষে-মানুষে লড়াই হয়
আমার হৃদয় অবহেলায় প’ড়ে থাকে।
মাঝে মাঝে ভাবি-
কে বেশি দুঃখী; পাহাড়, নাকি আমি!
ঢাকা
৫ জুন, ২০২৫
ইউটিউব লিংক:
দুঃখ-Dukkho। মিশু মিলন-Mishu Milan। Bangla Kobita Abritti
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২৫ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


