শাহবাগের 'প্রজন্ম চত্তরে 'র কার্যক্রমের পর ২০১৩ সালে দেখা যাচ্ছে হিন্দুদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা বেশী ঘটছে ! এখন প্রশ্ন হচ্ছে - এগুলো কারা করছে ?
ঢালাওভাবে যাদের দিকে অঙ্গুলী নির্দেশ করছে অনেকেই ,তারা হলো 'জামাত-শিবির '
এখন কিছু প্রশ্ন দেখা দিয়েছে -
১. যারা করছে -এ পর্যন্ত কি কোন নির্দিষ্ট কাউকে ধরতে পেরেছে সরকার ?
২.যদি না হয়, তাহলে কেন পারে নি ?
৩. সরকারের তদন্ত এবং গোয়েন্দা বাহিনী এতো দুর্বল কেন ?
৪. এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নি কেন ?
৫. এ পর্যন্ত জামাত-শিবিরের কাউকে দোষী হিসেবে ধরতে পারেনি ! তাহলে কেন অযৌক্তিকভাবে তাদের দোষারোপ করা হয় ? এটা কি বে-আইনি নয় ?
কারা করতে পারে -
১. যারা ধর্ম-ভীরু -সেযে ধর্মের হোকনা কেন - তারা করবেনা !
২.মুসলিম বা হিন্দু সম্প্রদায়ের যারা নাস্তিক - তারা যেহেতু কিছুই বিশ্বাস করে না - তারা কুরআন বা পুরাণ , দেব দেবী ,
আল্লাহ্ , বা ভগবান , কিছুতেই ভয় পায় না - সুতরাং এরাই এ কাজ সহজেই করতে পারে !
২. যে সব নাস্তিক রা জামাত-শিবিরের বিরোধিতা করে ,তারাই চায় -জামাত-শিবিরের উপর এরকম অপবাদ চাপিয়ে দিয়ে কোণঠাসা করতে ! সুতরাং তারাও করতে পারে !
৩. রাজনইতিকভাবে যারা জামাত-শিবিরের বিরোধী ভুমিকায় আছে - তারাও ঐ দলকে ঘায়েল করার জন্য এই কাজ করে থাকতে পারে ! যেমন যুবলীগের একজনকে গ্রেফতার করেও ছেড়ে দিয়েছে মানসিক রোগীর ছুতা দেখিয়ে ছেড়ে দেয়!
৪ .সবশেষে - এটাই প্রমানীত হল - কোন ধর্ম-ভীরুর পক্ষে এই
ঘৃণিত কাজ আদউ সম্ভব নয় ; এটা যে কোন নাস্তিকেরা করতে পারে !
অতএব -এটা জামাত-শিবিরের কাজ হতে পারে না বলেই প্রমাণ হল !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


