রাজনীতি নিয়ে ব্যবসার দিন বুঝি ফুরিয়ে এলো। কোটিপতি ব্যবসায়ীদের যারা রাজনীতি'র লেবাস পড়ে গুন্ডামী,মাস্তানি,চাঁদাবাজী, টেন্ডারবাজী করার লাইসেন্স নিয়ে নেন।তাদের দিন আর বেশি নাই। মানুষ জেগে উঠছে।
নারায়ণগন্জ এর 'নাসিক' নির্বাচন সেটাই আর একবার বুঝিয়ে দিল।
নারায়ণগন্জবাসীকে অভিনন্দন তারা সঠিক মানুষটিকে বুঝে নিয়েছে।তার থেকে বড় কথা তারা - সন্ত্রাসী,চাঁদাবাজী, গুন্ডামী,মাস্তানী'র বিপক্ষে রায় দিয়েছে।
অভিনন্দন ড: সেলিনা হায়াৎ আইভি।
অতীতের মত মানুষের এই ভালবাসা আর অর্পিত দ্বায়িত্বের সদ্বব্যাবহার করার মাধ্যমে বাবা'র মত আপনিও স্মরণীয় হয়ে থাকবেন মানুষের অন্তরে।
তবে বিজয় অর্জনের চেয়ে বিজয় ধরে রাখা কঠিন।সামনে অনেক পথ আপনাকে পাড়ি দিতে হবে।অনেক কাজ বাকি এখনো নারায়ণগন্জে।
আশা করি আপনি পারবেন। এত মানুষের ভালবাসা কখোনো বিফলে যায় না।
ক্ষমতাসীনদের বলছি, যতই লোকে বলুক না কেন..এইটা আপনাদের দলীয় চাল ছিল। যতই চাল চালুন না কেন-- সাবধান হয়ে যান। তরুন প্রজন্মকে আর বোকা বাঙালী ভাববেন না।
রাজনীতিক ব্যবসায়ী, আর সন্ত্রাসীদের মানুষ আর ভয় পায় না।
মানুষ যে পরিবর্তন চায়, -'নাসিক' নির্বাচনই এর প্রমাণ।
**
জয় হোক সত্যের।
জয় হোক তারুণ্যের।