যেখানে হিযরতের সময়, তার জন্মভুমি মক্কা নগরীকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) মা, মাতৃভুমির সাথে তুলনা করেছেন।
সেখানে কিভাবে কি জন্য আপনারা- জামাত শিবির, সেই মা-মাতৃভুমিকে অস্বীকার করে, কিছু চিহ্নিত অপরাধী, আদালতের রায়ে প্রমাণিত মানবতাবিরোধী, যুদ্ধপরাধী, মা, মাতৃভূমিকে ধর্ষণকারী কতিপয় পাকিস্তানি জারজ রাজাকারের বাচানোর চেষ্টা করছেন ?
কেন ? একবারও নিরবে ভেবে দেখেছেন, কি করছেন ?
আপনাদেরকে একবার ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি, যে মাটিতে জন্ম নিলেন, যে দেশের আলো বাতাসে বড় হলেন, যে দেশের মাটিতে শেষ ঘুম ঘুমাবেন।
মৃত্যুর পরে ,
যদি সেই মাটিতে ঘুমিয়ে থাকা ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ নির্যাযিত মা-বোন, যদি আপনার কাছে প্রশ্ন করে, কেন সত্যি ইতিহাস জানলেন না ? কেন সব জেনে শুনেও না জানার ভান করলেন ? সত্যি ইতিহাস কে অস্বীকার করলেন ? কি জবাব দিবেন ?
কি জবাব দিবেন হাশরের মাঠে ? যেখানে কোরআনে বলা হয়েছে, "তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না "।
লাখো শহীদের রক্তে ভেজা, এই মাটি যদি জবাব চায় ? পারবেন সে চাপ সহ্য করতে ?
তাই বলছি, আপনার যারা এই খুনিদের পক্ষে, রাজাকারের পক্ষে, মা-বোনদের ধর্ষণকারীদের পক্ষে ব্লগে ঝড় তুলছেন। আপনারা অমর হোন।
না হয়, পাকিস্তানের মাটিতে গিয়ে মরুন... না হলে, আজ রেহাই পেলেও এই মাটি হতে রেহাই পাবেন না...