ব্লগের সাথে আছি আজ ২/৩ বছর হয়ে গেল। পোষ্ট দেয়ার চেয়ে নানা'ন মতের মানুষের নানা বিষয়ে হরেক রকম লেখা পড়তেই আমার আনন্দ। যখনই চোখে কোন ইসলাম বিরোধী এমনকি অন্য ধর্ম বিরোধী, ধর্মীয় নেতাদের নিয়ে কটুক্তিমূলক লেখা চোখে পড়েছে, সাথে সাথে কমেন্ট করে প্রতিবাদ করেছি। তবে আমি আজও থাবাবাবা নামের কোন ব্লগারের লেখা পড়ে দেখিনি। আর তার মৃত্যুর পর পড়ার প্রশ্নই আসে না।
আপনি যদি জানেন, এই পাত্রে 'পুরিস' রাখা আছে, আপনি কি ঢাকনা খুলে আবার দেখেবেন ?
শুরু থেকেই শাহবাগের সাথে ছিলাম, পূর্ণ সমর্থন ছিল, এখনো আছে। তবে শুধু মাত্র যুদ্ধাপরাধীদের বিচারের দাবী'তেই তাদের সাথে আছি। কোন রাজনৈতিক কর্মসূচীতে নাই। এরে ঠেকাও ওরে ঠেকাও এই মতে নেই। শাহবাগের দ্বিতীয় দিনে যখন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি উঠল, প্রতিবাদ করেছি। হাজার হাজার লোকের ভিড়ে আমার কন্ঠ কারো কানে যায়নি। তবে অনেকে'কেই দেখেছি প্রতিবাদ করতে। এমনকি ব্লগে ইসলাম ধর্ম নিয়ে নানা বিষয়ে প্রশ্ন উত্থাপনকারী অনেকের কাছে নাস্তিক বলে পরিচিত একজনকেও সেদিন এর প্রতিবাদ করতে দেখেছি।
মতিঝিলে নবীজী'কে কটুক্তিকারীদের শাস্তির দাবিতে বিশাল সমাবেশেও আমার পূর্ণ সমর্থন ছিল। এবং আজীবন থাকবে।
তবে হেফাজাতের হুজুরদের কাছে আমার প্রশ্নঃ
ফেব্রুয়ারী'র ৭ তারিখে পর থেকেই থাবাবাবা'র কুরুচিপূর্ণ লেখা 'আমার দেশ ' মারফত সারাদেশে মানুষ জানল। মাঝে মার্চ মাস গেল। সাইদীর রায় হল। তাকে বাঁচাতে ৬০/৭০ জন মানুষ মরল। সরকার নাস্তিক ধরে গ্রেফতার করল। যদিও আরো বেশ কয়েকজনও এখনো আছে।
মাঝখানে খালেদা জিয়া, শাহবাগের আন্দোলন বন্ধ না হলে, সারাদেশ থেকে লংমার্চ করে ঢাকা ঘেরাওয়ের ডাক দিল।
আর তখনই আপনারা কিনা, নবী প্রেমের নাম করে, প্রায় দুইমাস পরে এপ্রিলের ৬ তারিখে এসে নাস্তিকদের বিচারের নামে একটা বিশাল মহাসমাবেশ করলেন ? এতদিন কি আপনাদের নবী প্রেমও ঘুমিয়ে ছিল ?
আসলেন নাস্তিকদের বিচার করতে, এসে বললেন, এই সরকার নাস্তিক সরকার ! শাহবাগের সবাই নাস্তিক !! আসলেন কি করতে আর করলেন কি !!! দশ/বিশ'টা নাস্তিক মারতে এসে, শত শত মানুষ নতুন করে নাস্তিক বানায়ে দিলেন !!!
তবে আমি মনে প্রাণে চাই, আল্লাহ নবী ও রাসূল (সা) বিরোধী যারা, তাদের আল্লাহ হেদায়েত দান করুন। অন্তরে ইসলামের মহব্বত দান করুন। নবীজী বেঁচে থাকতে তায়েফবাসী তাকে রক্তাত করেছিল, ইসলাম গ্রহণের আগে হযরত ওমর (রাঃ) নবীজী'কে খোলা তলোয়ার হাতে হত্যা করতে এসেছিল। নবীজী যদি তাকেরই মাফ করে দিতে পারে, তবে আমি কেন ইসলামের নামে তার উম্মতের ফাঁসি চাইবো, এটা আমার বুঝে আসে না !
আমি ফাঁসি চাই ঐসব লোকের যারা এই ধর্মের নামে ও ধর্ব্যমকে ব্যবহার করে মানুষ খুন করে।
আমি ফাঁসি চাই, ঐসব লোকের যারা রাজনৈতিক উদ্দেশ্য সাধনে এগুলো পত্রিকার মাধ্যমে প্রচার করে সারা দেশের মানুষের মুখ দিয়ে উচ্চারণ করিয়েছে।
কোন'টা গুরুতর অপরাধ, গালি দেয়া ? নাকি গালি'টাকে পত্রিকার মাধ্যমে প্রচার করে সারাদেশের মানুষের মুখ দিয়ে কোটিগুণ বেশি আবার উচ্চারণ করা ?
আমি বললাম, "মাচুদুর রমান একটা কুত্তার বাচ্চা" - আপনিও একই কথা বললেন না ? আপনিও কি আমার মত একই গালি দিলেন না ?
নবীকে যে গালি দিল, আর যে গালি'টা প্রচার করলো কে বেশি অপরাধী ??
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬