
ভালবাসার রকমফের করতে আমি নারাজ। বিয়ের আগে প্রেম, বিয়ের সময় প্রেম, বিয়ের পরে প্রেম..প্রেম তথাপি ভালবাসা থাকলেই হল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পর পরই প্রেম কেমন যেন নিভু নিভু হয়ে জ্বলে। অথচ উল্টোটাই হওয়া উচিৎ। সারাজিবন ভালবাসা-বাসিহীন কাটিয়ে দেবার মতন বেদনাদায়ক আর কি হতে পারে!
বিয়ের আগের হাসি-গল্প-খুনসুটি, কেন হারিয়ে যাবে রোজকার আলু-পটলের দিনযাপনে? আমার বর মজা করে একটা কথা প্রায়ই বলে "আরে ওগুলা হলো ইনভেস্টমেন্ট, বিয়ের পর সবাই শুধু রিটার্নের আশায় থাকে"। কিন্তু বিয়েটা তো "ওয়ার্ক-ইন-প্রগরেস্"। বিয়ের পর আপনি যখন পুরোনো আসবাবের মতন নিজের স্বামী বা স্ত্রীকেও নিত্য প্রয়োজনীয়র মত ব্যবহারই করে যান, কি করে আশা করেন সে ভেবে নেবে ব্যবহৃত হওয়ার মধ্যে ভালবাসা লুকিয়ে আছে? বিয়ের আগে নিজেকে পরিপাটি করে সাজিয়ে, সুগন্ধী ছড়িয়ে সংগী-সংগিনীকে প্রলুব্দ করেছেন, বিয়ের পর কেন তারই ভাগ্য জরিয়ে যাবে ঘামে ভেজা, হলদে রংচটা অপরিচ্ছন্নতা?
অনেক প্রতিজ্ঞা/প্রতীক্ষার অর্জন যিনি, তার গোপন/প্রকাশ্য অশ্রুজল কেন আপনার মনে দাগ কাটবেনা?
যে মেয়েটি তার সমাজ, পরিবার, পরিচয় নির্বাসন দিয়ে শুধু আপনার জিবনের অনুষংগ হতে চলে এসেছে, তার ভাল-লাগা মন্দ লাগার কোন মূল্য কি আপনি দিতে পেরেছেন? উৎসবে, পার্বনে বছরের ৩২০টি দিন যে আপনাকে আর আপনার পরিবারকে সংগ দিয়েছে, সেই মেয়েটি দু-দিন তার মা-বাবাকে দিতে গেলে আপনি যখন আটকে দেন আপনারই কোন আত্মীয়ের অযাচিত উপস্থিতিতে, কি করে আশা করেন তার মন বিরুপ হবে না?
মেয়ে তুমি বাবার আদরে, মায়ের শাসনে বড় হয়েছো। মায়ের বকুনি, বাবার উপদেশ ছিল তোমার প্রতিদিনকার বেড়ে উঠার ডোজ, রোজ-রোজ। সেই তুমি বিয়ের পর কেন আরেক জোড়া বাবা-মায়ের একটু শাষনে আত্মগরিমায় ভোগো? কেন মেনে নিতে পার না যে তোমার নিজের বাবা-মায়ের মতন তাঁরাও তোমাকে শাষন-আদর করার অধিকার রাখতেই পারে?
সংসারে যে নতুন অতিথিটি এসেছে বা আসছে সে কেমন চোখে আপনাদের দেখবে সে দায়িত্বটি আপনার। সেইসাথে তার পরবর্তী জিবনের ক্রমবিকাশের জন্যও দায়ীই আপনি। এই পৃথিবীতে ভালবাসার বড়ই অভাব, শুরুটা হোক আমাদের ঘরেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


