বর্তমান বাংলাদেশে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পষন্ত শিক্ষকরা রাজনৈতিক পদলেহিয়ায় ব্যস্ত । একেকটা প্রতিষ্ঠানের শিক্ষকরা ৩/৪ গ্রুপে বিভক্ত । আর তাদের গ্রুপিং শক্তিশালি করতে তারা ব্যবহার করে ছাত্র নামধারী কিছু কুছাত্রকে । যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে জড়িত থাকেন । দল যখন ক্ষমতায় থাকে তখন তাদের আসল রুপ বেরিয়ে অাসে । এখন যেমন ছাত্রলীগ । শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী যে কুছাত্ররা আজ শিক্ষক ধোলাই করেছে, খোজ নিলে দেখা যাবে হয়তো কিছু দিন আগে ঐ শিক্ষকদের সুপারিশেই এই কুছাত্রের দল, ছাত্রলীগের মত একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনে জায়গা পেয়েছে ।
টিসু পেপার, যখন যার সামনে পড়ে তখন সে ব্যবহার করে ।
যত দ্রত শিক্ষক মহাদয়েরা রাজনৈতিক পদলেহিয়া থেকে বের হয়ে আসবে, তত দ্রত তারা তাদের সম্মান ফিরে পাবে । আর নিজ ছাত্রে হাতে ধোলাই থেকে রক্ষা পাবে । এবং সেই সাথে রক্ষা পাবে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন গুলিও ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


