মনে আছে হে! এইতো ১১ই জুনের স্নিগ্ধ সন্ধ্যায় আমাদের সবার প্রিয় কাল্পনিক_ভালোবাসা ওরফে কাভা ভাই একখানা পোস্ট নাজিল করেছিলেন সামুর ব্লগ। সুপার ডুপার হিট সেই পোস্টখানা না পড়ে থাকলে আপনার জন্য দু’কেজি আফছুছ! আর সেই পোস্টখানা এখন পড়তে চাইলে নিচের লিঙ্কু গুতান।
দৃষ্টি আকর্ষনঃ ব্লগারদের বকেয়া বিল প্রসঙ্গে।

অনেক কাকুতি-মিনতি, হাহাকার মিশ্রিত মন্তব্যগুলো অবশ্যপাঠ্য ধরে নিয়ে এগিয়ে গেলে আবিস্কার করবেন উহা ছিল কাভা ভাইয়ের ঈদ ফানপোস্ট! এবং জনাব আপনার বিনোদিত হৃদয়ের মর্মে আঘাত লাগাতে না চাইলে দয়া করে জনপ্রিয়, পাঠক নন্দিত ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ওরফে খলিল ভাইয়ের নিম্মোক্ত লেখাটি আপনি কিছুতেই পড়বেন না। লিঙ্কু-
ব্লগিং করে সামহোয়্যারইন ব্লগ থেকে পাওয়া আমার জীবনের প্রথম সম্মানি

কি আপনি টাস্কিত! ধুর বাদ দেন উহাও আসলে ফান পোস্ট। কি বুঝলেন, আমার এত তেনা প্যাচানোর মানে কি?? আপনি আগে মন দিয়ে নিচের স্ক্রিনশটটি দেখেন। যেটা আমি করেছিলাম সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের পোস্ট এর কমেন্ট সেকশানে। তো কি হইল??

ওটা পড়ছেন! হুম কমেন্টটি করে আমার মাথায় ছোট্ট মানে বলতে পারেন এক চিলতে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল আমি [email protected] জীবিত/মৃত কেউ ওটা ব্যবহার করে না দেখে ঝটপট জিমেইল আইডিটা খুলেই ফেললাম নিছক মজা দেখার উদ্দেশ্যে। অনেক রথী-মহারথী না জেনে, না বুঝে উক্ত ইমেইলে তাহার টাকার কি গতি জানার জন্য আকুলি-বিকুলি করেছেন যা ছিল মন খারাপ করে দেয়ার মতন। আসলে বিভিন্ন মাধ্যমে লিখে টাকা পাওয়া যায় আমরা সবাই জানি, সামু কর্তৃপক্ষ বিষয়টি ভবিষ্যত ভাবনায় রাখবে বলে প্রত্যাশা করছি।

পরিশিষ্টঃ ইহা পরিপূর্ণভাবে একটি বিনোদোনমূলক প্রয়াস। কোন সহ ব্লগারকে বিন্দুমাত্র হেয় করা লেখকের উদ্দেশ্য নয়। ভালো থাকুন সবাই, হ্যাপি ফ্রি ব্লগিং!!!!!!!!!
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



