সামহোয়ারইনব্লগে সাইনআপ বলুন আর রেজিস্ট্রেশন বলুন-করেছি দুইমাসের বেশি হল। কিন্তু এখনও প্রথমপাতায় লেখার অনুমতি পাইনি।
মন্তব্য করতে গেলে দেখি: দু:খিত আপনি মন্তব্য করতে পারবেন না.......
আর ব্লগ দেখতে গেলে দেখি:
''আপনি নতুন ব্লগার
সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।''
আমার প্রশ্ন:
মাননীয় মডারেটর ইহা আর কতদিন দেখিতে হইবে?
ব্লগ দিবসের অনুষ্ঠানে পাবলিক লাইব্রেরী, শাহবাগে অনেক ব্লগার এ নিয়ে অভিযোগ করেছিলেন। ভেবেছিলাম এবার বুঝি কিছুটা আশা থাকল প্রথম পাতায় লেখার নিয়মের ব্যাপারে শিথিলতার। কিন্তু কই। সামহোয়ার ব্লগ কি ব্লগারদের মূল্যায়ন করে সত্যি সত্যি? নাকি 'কিছুই জানিনার দেশ' এ সামহোয়ারইনব্লগই রাজা!?
আর ভাল লাগেনা। এভাবে লিখতে। কেউ যদি পড়তেই না পারল আমার লেখা তাহলে লিখে লাভ কী? যতসব মানসিক অসুস্থতা নিয়ে আবার ব্লগে লিখতে এসেছিলাম কিনা সন্দেহ হচ্ছে। ফালতু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



