একলা কোন স্বপ্নতলায়
কোন এক ফাগুনের দুপুরে
ফের তোর সাথে মুখোমুখি হলাম।
কী কথা যেন হলো মনে নেই।
আবার দেখা হবার প্রত্যাশায়
ফের দু'জন দু'দিকে আপন পথে
পা বাড়িয়ে ফিরে এলাম।
অনীল, ইদানিং সুখের সমুদ্রে
ভাসতে ভাসতে তোর কি মনে পড়ে?
আমার এই সুখগুলোতে তোরও ভাগ ছিল!
আমাদের কান্না ছিল হাসি ছিল সুখ ছিল
আজও সবই আছে কিন্তু তুমিও নেই
আমিও নেই তোর মাঝে!
ইদানিং তোর সুখ শুধুই তোর
কষ্টগুলোও ঠিক তা-ই।
আমার সুখের দিনে তুই নেই
কষ্টগুলোও তাই একা একা গুমরে মরে!
বাহ! অনীল কি সুন্দর এই জীবন!
যেন অনাদিকাল শুধুই আকাঙ্খা নিয়ে
পথ চেয়ে পথ প্রান্তে বসে থাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



