ঈসরাইল প্যলেস্টাইনে উপর্যুপরি হামলা অব্যহত রেখেছে।এ পর্যন্ত প্রায় ছয় শতাধিক(৭/১১/২০০৯) আদম সন্তান নিহত হয়েছে।বিমান বাহিনীর আক্রমন সম্পন্নের পর এখন যাচ্ছে পদাতিক বাহিনী।
ঈসরাইলের এই হামলাটা হলো shock and awe অর্থাৎ শত্রু পক্ষকে কিছু বুঝে উঠার আগেই উপর্যুপরি আক্রমনে ঘায়েল করে দেয়া।কিন্ত যে শত্রুকে তারা ঘায়েল করতে চাচ্চে তারা দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে..।
ঈসরাইল কেন বুঝছে না পাশ্চাত্য-হলোকাস্টের মূল্য কেন প্যলেস্টাইনকে বয়ে বেড়াতে হবে?
এই হামলার একটা গুরুত্বপূর্ণ দিক হলো --(মনে হয়) ঈসরাইল কোন কারনে নার্ভাস...না হামাস নয় ; মনে হয় তারা আবারও কোন হলোকাস্টের দুঃস্বপ্ন তাড়াচ্ছে এই হামলার মাধ্যমে । যে দুঃস্বপ্ন তারা যুগে যুগে বয়ে বেরাচ্ছিল এবং যা বারবার সত্যস্বপ্নে পরিণত হয়।
কেন পুরো পৃথিবীর ইহুদীরা দিন দিন ঈসরাইল কেন্দ্রীভূত হচ্চে ? ইহুদী জাতি কেন বার বার হিটলারদের হাতে পরে??
জুইশ জাতির ইতিহাস তো হলো দুঃস্বপ্ন বারবার সত্যে পরিণত হওয়ার ইতিহাস ।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




