কোন এক দিন নীলকন্ঠ পাখীগুলি
ডানা মেলে উড়ে যেতে যেতে নীলাকাশের বুক চিরে
ভুল করে চোখ মেলে সাগরবেলায়
দেখে ডানাভাঙা সাথী এক
উদাসি নয়নে চেয়ে আছে আর পাখা ঝাপটায়
ক্ষনিকের তরে ভাবে একবার
সাথী কে কি নিয়ে নাকি যাবে করে পিঠেভার
থমকালো একবার সে যে
সমুখের পথখানি দেখেনিয়ে ভাবে
পৃথিবীতে কে কাহার!
কেন মিছে বইব শুধু শুধু অন্যের ভার
আবার উড়ে চলে সুদূরের পানে
মেলেদিয়ে পাখাদুটি ওই নীলাকাশ পানে
পৌছিব যত আগে পাব তত
কুড়াইতেযে হীরামতিগুলো
ডানাভাঙা পাখী সে যে
নিঃসীম আশাভেঙে সাথীদের উরে যাওয়া দেখে
আর ধীর পায়ে এগিয়ে চলে জীবন সংগ্রামের পথে
জোটে যদি খুটে খেতে খুদকুড়া ওই গ্রামে
হায়রে জীবন,
নিস্ঠুর জীবন চলে জীবনের মত
মানব জীবন কিবা তার ব্যতিক্রম
এভাবেই চলে সে যে জীবনের মত করে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




