জানেন ভাই একটি ৮ তলা ভবনের দুতিনটা পিলার ফাটল দেখা দিল
বলেন কি !! তারপর
তারপর সেটা পরিত্যাক্ত ঘোষনা করা হলো কারন সেটা তখন মৃত্যু ফাঁদ
খুবই ভালো
আপনিতো পুরোটা শুনলেনই না
আরও ঘটনা আছে !!
হ্যাঁ ভাই আরও ঘটনা আছে । তারপর এক সকালে হাজার খানেক মানুষকে সেই মৃত্যু ফাঁদের মধ্যে জোর করে ঢুকিয়ে দেওয়া হলো।
এটা কি করে সম্ভব !!!
এদেশে সবই সম্ভব ভাই
তারপর কি হলো ???
কি আর হবে যা হবার তাই হলো সেই ভবন মিশে গেলো মাটির সাথে
আর মানুষ জন !!!
তারাও মাটির সাথে পিশে গেছে
যাদের জন্য এই ঘটনা তাদের কি গ্রেফতার করা হয়েছে
গ্রেফতার !!! গ্রেফতার করা হবে কেন !! তারাতো এমন কিছু করেন নি । শুধু জেনে শুনে কয়েকশ মানুষকে মেরে ফেলেছে।এটা কি গ্রেফতার করার মত কিছু ঘটনা হলো। ১০০০ মানুষ মরলে না হয় একটা কিছু ভাবা যেত ।
তা আপনার জামায় কালো ওটা কি ?
ভাই আজ শোক দিবস ।
এটা মানুষের মৃত্যুর জন্য না হয়ে খুনিদের এদেশে ধরা হয় না এজন্য হলে ভালো হতো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




