![]()
কিছুদিন আগে প্রিয় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালিত হলো, সৃষ্টিকর্তা কি অসাধারণ মেধা দিয়েছেন তাকে। তার প্রতিটি কবিতা গান মানুষের মনকে আলোড়িত করে দেয়। কিন্তু সব কিছু একটি প্রশ্নের সামনে এসে দাড়াঁয় যখন মনে হয় এই রবীন্দ্রনাথই চাননি বাংলাদেশ রাজধানী হোক। এমন কি এ অঞ্চলে বিশ্ববিদ্যালয় করতেও তার সদয় ভাব ছিলো না। শুধু যে কঠিন ভাবে চান নি সেটাই শুধু নয় তিনি একটি দলের লোকদের অনুপ্রাণিত করেছেন এদেশে রাজধানী না করার ক্ষেত্রে। তিনি তার বিশ্ববিদ্যালয় এঅঞ্চলে না করে করেছেন কলকতায়। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে এতো হৈচৈ করি অথচ কলকাতাতে রবীন্দ্রনাথ নিয়ে একটি টু শব্দ নেই । রবীন্দ্রনাথ বেঁচে থাকলে প্রশ্ন করা যেতো । আসলে সব কিছুরই একটা মাত্রা থাকা উচিত আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে কোন মাত্রাই নেই। আমরা চলছি হুজুগে, এমন কি রবীন্দ্রনাথ যে গান লিখেছিলেন এদেশ রাজধানী না হওয়ার জন্য এদেশের উন্নতি না হবার জন্য আমরা সেই গানটিকেই আমাদের জাতীয় সংগীত করেছি। এই হল আমরা, আমাদের দেশের উন্নতি হবে কোথা থেকে শুরুতেই আমরা ভুল করে বসে আছি। স্কুলের ছেলেমেয়েদর এটা গাইবার পাশাপাশি এটাও বলা উচিত এই গানটা আসলে এদেশের উন্নতি না হবার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন। এবার তোমরা গাও। এই কাকও ছেলে বেলায় এই কথাটা না জেনে গলা ফাটিয়ে এই গান গেয়েছে। যদি জানতাম এর মূল রহস্য । বিষয়টা এমন একজন আপনার সুন্দরী স্ত্রীকে দেখে নিজের কামনার জন্য অনেক সুন্দর সুন্দর কথা দিয়ে একটা গান লিখলো । গানের কথা অসাধারণ । সব ঠিকই আছে এখন বলুন আপনি কি সেই গান গেয়ে বেড়াবেন যেটা মনে করিয়ে দেয় এই গানটা একজন আপনার স্ত্রীকে দেখে নিজের কামনার বশে লিখেছে। আতেল হলে বলতে পারেন, তাতে কি আসে যায় এদেশে আতেলের অভাব নেই। আমি ভাবি সেদিন যদি বাংলাদেশ রাজধানী হতো আমার আরও কত দূরে এগিয়ে যেতাম আমাদের দেশের আয়তনটাও দ্বিগুন হতো। হায় রবীন্দ্রনাথ তুমিও ক্ষুদ্র মানসিকতা স্বার্থ থেকে বের হতে পারো নি। সবার উপরে তুমি জমিদারই রয়ে গেলে।অনেকে বলতে পারেন তখনতো বাংলাদেশ নামে কিছু ছিলই না এটা ফালতু যুক্তি ছাড়া কিছুই না।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৩ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




