তেমন একটা সময়ের কথা শুনছি
বলছি না কিছুই, অনেক তৃষ্ণা নিয়ে বোহেমিয়ান অশ্বের দুরন্তপনায়
একদিন
যে চুলের ছায়ায় বেধেছিলাম একটা ঘর একটা সংসার
শূন্য
কার চিবুকে বেধেছিল ইতিহাস
তার গল্প শুনছি
২
একজন কবি চাই বিদ্রোহী
তার রক্তে টান দামামার - মরন নেশা ঘোরে
লিখছে - পূর্ণ কবিতা
সুনিপুন স্বাধীন কবিতা
৩
তারপর মাঝরাতে
তোমার কাছে পৌঁছে যাক ভালোবাসা
নির্ঘুম আমি জেগে থাকি ততক্ষণ
ঘুম জাগা চোখে পরলোক নীরবতা না আসে যতক্ষণ
- -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





