২১/১১/১২ ইং তারিখে অনেক কষ্টে অনেকবার চেষ্টা করার পর ০১৫৫০৪০২৩০২ নম্বরে ফোন করে সালাম দিলাম... সালামের উত্তর তো দিলই না বরং এমন রুক্ষভাবে কথা বললো মনে সে পড়াশুনা তারা করে নাই; অনেকটা বস্তির ভাষা... যা হোক.. ফোনে বললাম ভাইয়া এই এই সমস্যা... রবিউল নামে একটা ছেলে নিবন্ধন করেছি কিন্তু ফরম পূরণ করা যাইতেছে না... সে রোল বোর্ড শুনে নিয়ে বলল ২৪ ঘন্টা পর চেষ্টা করেন.... কিসের ২৪ ঘন্টা ভাই ২৪,৪৮,৭২,৯৬ ঘন্টা চেষ্টা করেও ফরম পূরণ করা যাচ্ছে না...
তার মধ্যে তারা এখন নোটিশ বোর্ডে দিছে ২৫ তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না... অথচ ফোন দিয়ে তাদেরকে পাচ্ছি না....
আবেদনের পৃষ্ঠায় তারা যে মোবাইল নম্বর দিয়েছে ০১৫৫০৪০২৩০০-০৬ পর্যন্ত ফোন দিলেও কেউ মোবাইল ফোন ধরে না... সব চেয়ে বড় কথা মোবাইল ফোন বন্ধ থাকে বেশিরভাগ সময়... তাহলে সে ফোন করে সাহায্যটা নেবো কার কাছ থেকে!!!
আবেদনের পৃষ্ঠায় তারা যে মোবাইল নম্বর দিয়েছে ০১৫৫০৪০২৩০০-০৬ পর্যন্ত ফোন দিলেও কেউ মোবাইল ফোন ধরে না... সব চেয়ে বড় কথা মোবাইল ফোন বন্ধ থাকে বেশিরভাগ সময়... তাহলে সে ফোন করে সাহায্যটা নেবো কার কাছ থেকে!!!
এখন বলুন এই বাইনচোদ কি বলা যায় !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



