খবরটি দেখে খুবই খুশি হলাম। ব্লগারদের লেখা নিয়ে বই প্রকাশিত হচ্ছে এই বইমেলায়। বড়ই আনন্দের খবর। অনেক ব্লগারই আছেন, যারা খুব ভালো লেখেন। ব্লগের লেখকদের অভিনন্দন, আন্তরিক অভিনন্দন। আরো লিখুন এবং বই প্রকাশ করুন।
সেই সঙ্গে আমার কথাও বলি। প্রতিবারের মতো এবারও আমার সাতটি বই প্রকাশিত হয়েছে। জিনাত সুন্দরী ও মন্ত্রী কাহিনী (মজার উপন্যাস) প্রকাশ করেছে সময় প্রকাশন, চার জয়িতা (চারটি উপন্যাসের সংকলন) প্রকাশ করেছে সময় প্রকাশন, ফটকু মামা ও কয়েকজন দুষ্টু ছেলে (কিশোর উপন্যাস) প্রকাশ করেছে সময় প্রকাশন, হ্যালো ব্যাচেলর! (হাসির উপন্যাস) প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স, রঙ্গব্যঙ্গ সিরিজ-পাগল ছাগল ও গাধাসমগ্র-৬ প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স, সেই রাতে আকাশে চাঁদ ছিল (প্রেমের উপন্যাস) প্রকাশ করেছে অনন্যা, সায়েন্টিস্ট শায়লা (সায়েন্স ফিকশন) প্রকাশ করেছে অনন্যা। এছাড়া গত মেলায় বহুল বিক্রিত ও আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস- জনক জননীর গল্প এবারের মেলার শুরুতেই ভালো কাটতি যাচ্ছে।
সবাইকে শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


