একটা সিগারেট হবে ?
জানি তুমি দিয়াশলাইয়ের কাঠির মত জ্বলে যাবে।
বলবে-কি হয় এগুলো খেয়ে, যতসব ছাইপাশ।
মুখ ফিরিয়ে নেবে-ছাড়বে দীর্ঘশ্বাস।
এর চেয়ে সাধ্যটা কি তোমার।
তোমার এমনতর অভিনয়
-সেতো নতুন নয়।
তবু রাগ, অভিমান ভুলে বার বার ফিরে আসো।
জানি-কতখানি ভালোবাসো।
তাই সিগারেটকে বলে দিলাম- না
অতঃপর ইয়ে মানে ---- এই যা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


