ফেসবুক সূত্রে জানা গেছে, বিশিষ্ট মাথামোটা ফেসবুক ইউজার এবং হুমায়ূন আহমেদ এর দীর্ঘদিনের কালি-কলম সরবরাহকারী কাম পিয়ন 'নওশাদ হক তিয়াস' হুমায়ূন আহমেদ এর মৃত্যতে শোকে পাগলপ্রায়। জনাব আহমেদ এর মৃত্যু তার রুটি-রুজির বাত্যয় ঘটিয়েছে। আচিরেই তিনি ইভা রহমান কে গানের পাশাপাশি হুমায়ূন আহমেদ কেও সাহিত্যে অস্কার দেওয়ার সশস্ত্র আন্দোলনের ঘোষনা দেন। দাবি না মানা হলে নওশাদ হকে তিয়াস তার নিজের পোদের ফুটোয় গুলি করার মাধ্যমে আন্দোলন শুরু করবেন বলে জানান !
সাহিত্যে কেন নোবেল না দিয়ে অস্কার পুরস্কারের দাবি করছেন জানতে চাইলে উনি বলেন, বিশ্বের গ্রেট লেখ হইতে হইলেই কি 'নুবেল' পাওয়া লাগবো ? হুমায়ূন আহমেদ যে তলস্তয়,সাত্রে,টোয়েন,ভিক্তর হুগো এমনকি জিবীত গার্সিয়া মার্কেজ, মারিও য়োস্যা দের চেও উঁচু মানের লেখক তা 'নওশাদ হক তিয়াস' একাডেমি কর্তৃক প্রদত্ত টেস্টিমোনিয়ালই প্রমান করে !
অস্কার পুরস্কার পাওয়া সম্ভব না হলে উনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ লেখক (!) হুমা্য়ূন আহমেদ এর জন্য নিজের দেওয়া 'পাদুকা' পুরস্কার জাদুঘরে রাখার দাবী জানান!
আবাল তিয়াস এর অস্ত্র হাতে ছবি দেখতে এখানে ক্লিক করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




