অনেক দিন পরে ঘুরতে যাবার সময় পেলাম। এই প্রথমবার দেশের বাইরে মালয়েশিয়া ঘুরতে গেলাম। সাথে ছিল আমার কন্যা ও তার বাবা। এবারের ভ্রমণটা বেশি আনন্দের ছিল কারণ এবার সাথে আমার পরী ছিল আর প্রথমবার বাইরে গিয়েছি। যাই হোক অনেক দিন ব্লগে কোন পোস্ট দেয়া হয়না। এবার যেহেতু ঘুরতে গিয়েছিলাম তাই সেই ভ্রমনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি ভালো লাগবে।
১) আকুরিয়া কেএলসিসিঃ
এই জায়গাটা অনেক সুন্দর। এটা টুইন টাওয়ারের পেছনের দিকেই পরে। আমাদের হোটেলটাও এর পাশেই ছিল। নানান রকমের ছোট বড় অসংখ্য মাছ এখানে। এত সুন্দর করে বানান,অদ্ভুত লাগে দেখতে। বিশাল আকারের হাঙ্গরের দেখাও মিলবে এখানে। আমার কন্যা অবশ্য প্রথমে ভয় পেয়েছে কিন্তু পরে অনেক মজা পেয়েছে।

২) আকুরিয়া কেএলসিসিঃ

৩)

৪)

৫) আমার কন্যাঃ আমার কন্যা। বয়স মাত্র আড়াই বছর। টুক টুক করে কথা বার্তা বলে। পুরো ভ্রমণ কাহিনী তার মুখস্ত।

৬) টুইন টাওয়ারের উপর থেকে নিচের দৃশ্যঃ
এটা টুইন টাওয়ারের ৮৬ তলার উপর থেকে দৃশ্য। এখানে ঢুকতে সকাল বেলা টিকিট কেটে রাখতে হয়। আমরা যখন গিয়েছি তখন প্রায় সন্ধ্যা। এতো উচুতে ওঠার আগে অনেক ভয় লাগছিলো কিন্তু এখানকার লিফট এতো দ্রুত চলে যে চোখের পলকে ৮৬ তলায় পৌঁছে গিয়েছিলাম।

৭)

৮) টুইন টাওয়ারের ভেতরেঃ

৯)

১০)

১১)লঙ্কাউইতে হোটেল রুমের বারান্দা থেকেঃ

১২)

১৩) লঙ্কাউইতে আমরাঃ

১৪)থ্রি ডি আর্ট মিউজিয়ামঃ এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। আমার মেয়ে অনেক মজা পেয়েছে এখানে। এতো সুন্দর করে ছবিগুলো আঁকা যেন জীবন্ত।

১৫)

১৬)

১৭)

১৮)

১৯)

২০) ঈগল স্কয়ারঃ এই জায়গায় বিশাল আকৃতির একটা ঈগল পাখি বানানো আছে। জেটির ঠিক পাশেই। প্রথম দিন রাতে গিয়েছিলাম। পরে দিনে গিয়েছিলাম। ছবি তোলার জন্য ভালো জায়গা।

২১)

২২) টুইন টাওয়ারঃ

২৩)

২৪)

২৫)

২৬)

২৭)লঙ্কাউই স্কাই ব্রিজ এর উপরেঃ

২৮) উয়াইল্ড লাইফ পার্ক, লঙ্কাউইঃ

২৯)

৩০)

ইচ্ছা ছিল বড় করে বর্ণনা দিবো কিন্তু সময়ের অভাবে দিতে পারছিনা। আশা করি পরে অন্য কোন পোস্টে বর্ণনা দিয়ে দিবো। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




