রংপুর জেলায় সরকারি নার্সিং কলেজ রয়েছে ১টি। যথা:
১। রংপুর নার্সিং কলেজ, রংপুর।
রংপুর জেলায় মোট আটটি বেসরকারি নার্সিং কলেজ রয়েছে। নিচে কলেজগুলোর তালিকা দেয়া হলো:
বেসরকারি নার্সিং কলেজের তালিকা রংপুর:
১। প্রাইম নার্সিং কলেজ, ধাপ, রংপুর
২। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ, রংপুর
৩। নর্দান ইন্সটিটিউট অব নার্সিং সায়েন্স, ধাপ, রংপুর
৪। মেডি হেল্প নার্সিং ইন্সটিটিউট, জি এল রায় রোড, কামাল কাছনা, রংপুর
৫। নিউ শোনার বাংলা নার্সিং ইন্সটিটিউট, রংপুর
৬। সিটি নার্সিং ইন্সটিটিউট, গঙ্গাচড়া রোড, রংপুর
৭। আরপিজিএইচ নার্সিং ইন্সটিটিউট, রংপুর
৮। স্মার্ট লিভিং নার্সিং কলেজ, সদর, রংপুর
উপরের কলেজগুলোতে বি.এস.সি নার্সিং এর জন্য ১২০ টি আসন, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফেরি কোর্সের জন্য ৩৭৫ টি আসন এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফেরি কোর্সের জন্য ৪০ টি আসন এবং পোস্ট-বেসিক বিএসসি ইন-নার্সিং কোর্সের জন্য ১২৫ টি আসন রয়েছে।
নার্সিং কলেজে ভর্তির জন্য নার্সিং ভর্তি যোগ্যতা অর্জন করতে হবে। এজন্য নিয়মিত পড়ালেখা করতে হবে পরবর্তীতে নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য কি কি পড়তে হবে সে বিষয়ে বিস্তারিত লিখবো।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




