প্রতি বছর শীত মৌসুমে নদীতে কুয়াশার কারণে ঘন্টার পর ঘন্টা লঞ্চ-ফেরি বন্ধ থাকে। ফলে শতশত গাড়ী ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে আটকে থাকে। এতে হাজার হাজার মানুষের দুর্ভোগ বাড়ে, জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে এবং ঢাকার কাচা বাজারে প্রভাব পড়ে। এই সমস্যা দূরীকরণে সরকার এবার শীত আসার আগেই দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচলকারী দশটি ফেরিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফগ লাইট স্থাপন করে। যার দাম পাচ কোটি টাকা অর্থাত প্রতিটি ফগ লাইটের দাম পড়ে পঞ্চাশ লক্ষ টাকা! বলা হয়, এই ফগ লাইটের মাধ্যমে ঘন কুয়াশার মধ্যেও ফেরি চলাচল করতে পারবে। এতে এই রুটে চলাচলকারী লক্ষ মানুষের মধ্যে স্বস্তি দেখা দেয়।
কিন্তু বাস্তবে দেখা গেল যে, কুয়াশার মধ্যে এই দামী লাইট অকার্যকর। ফেরিগুলি আগের মতোই কুয়াশার মধ্যে আটকে আছে। গুঞ্জন শোনা যায়, দুর্নীতিরি মাধ্যমে কোটি টাকা গায়েব হয়ে গেছে। এ নিয়ে প্রথম দিকে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ করা হলেও এখন রহসজনক কারণে সবাই নিশ্চুপ! এই প্লাটফর্মের ব্লগার ভাই-বোনদের প্রতি আহ্বান, সাধ্যমত যথাযথ কর্তৃপক্ষের নিকট বিষয়টি তুলে ধরুন।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




