খুব স্বাভাবিক ভাবেই একটা প্রশ্ন জাগছে- আমরা কি দূর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছি ? তিন/চার বছর আগে পশ্চিম বিশ্ব রিসিশনে পড়েছিলো কারণ ছিল-
১।হাউসিং ব্যবসা ধস
২।ক্যাপিটাল মার্কেট ধস
৩। লিকিউডিটি ক্রাইসিস
৪। নো পারচেসিং পাওয়ার
এটা থেকে আজও তারা বের হতে পারেনি যদিও সরকার অনেক চেষ্টা করেছে & করে যাচ্ছে। এখন আমাদের দিকে নজর দিই-
১। আমাদের প্রায় তিন লক্ষের উপর রেডি ফ্লাট - ক্রেতা নাই, কারণ ঐসব ফ্লাটে গ্যাস এবং বিদ্যুৎ এর ব্যবস্হা নেই। হাউসিং ব্যবসায় ধস নামতে বাধ্য।
২।ক্যাপিটাল মার্কেট গত একমাসে হারিয়েছে ৩০% ক্যাপিটাল। সাধারণ মানুষের শেষ সম্বলটুকুও নেই।
৩। ব্যাংক গুলোর টাকা নেই। টাকা বাড়ানোর জন্য ডিপোজিট রেট করেছে ১৩%। কিন্তু মানুষের কাছে যদি টাকাই না থাকে তাহলে ডিপোজিট রেট বাড়িয়েই কি টাকা পাওয়া যাবে?
৪। রেমিট্যান্স নেগেটিভ। রিজার্ভ থাকবে কতদিন?
৫। মানুষের পারচেসিং পাওয়ার কমে যাচ্ছে। খাদ্য দ্রব্যের মূল্য অতিমাত্রায় বাড়ছে। হাতে টাকা না থাকলে মানুষ খাবে কি?
এখন প্রশ্ন হলো- আমাদের সরকার কি করবে ? আশু বিপদের হাত থেকে সাধারণ মানুষের রক্ষা করতেকি এগিয়ে আসবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




