প্রিয় বন্ধুরা কেমন আছেন আসা করি ভালো।
বন্ধুরা আমি একজন নতুন ব্লগ ইউজার আমি চাই আপনাদের একটি কথা জানাতে
কথাটি হলো
আমরা জন্মের পর থেকে কোন কিছুতে অংশ গ্রহণের ক্ষেত্রে
আমাদের বাবা মা সব সময় বলেছেন যে, অংশ গ্রহণ করাটাই বর ব্যাপার
জিতাটা বর কথা নয়।
আমি কিন্তু এই কথাটির সাথে একদম একমত নই
কারণ আমরা যদি আমাদের সন্তানদের ছোট বেলা থেকেই জিতার জন্য খেলতে হবে এই কথাটি শুনাতাম তাহলে আজ আর আমাদের এই দশা হতো না।
আমাদের জাতীয় দলের কথাই ধরুন না প্রত্যেকটি খেলার আগের দিন তারা বলে এই বার আমরা কিছু শিখার জন্য খেলছি। কিন্তু কখনও তারা বলেনা যে, আমরা জিতার জন্য খেলছি।
সুতারাং আমি বলবো আসুন আমরা যেকোন কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন করার জন্য কাজ করবো এই প্রত্যয় নিয়ে কাজ করি।
গাজী মোঃ আল আমিন হোসেন
মোহাম্মদপুর ঢাকা-১২০৭।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



