বেশ করেছে
শালার সরকার, তোর এতো সাহস, ট্রেন চালাস
জলিল হরতালে তার গাড়ীতে করে তার প্রতিষ্ঠিত ব্যাংকে গিয়ে মিটিং করে।
ট্রেন, বাস তো জনগনের জিনিস না, সরকারের জিনিস। কাজেই এই বেয়াদপ সরকারের জিনিস পোড়ানোতে পাপ নাই।
আওয়ামীলীগ তো জনগনের রাজনীতি করে। তাদের অবরোধের কারনে শুধু সরকারী অফিসের লোক কষ্ট পাচ্ছে, বেসরকারী অফিস তো খুব খুশি হেটে, রিক্সায় দ্্বিগুন ভাড়া দিয়ে আসতে।
শালার সরকারতো জিনিসের দাম বাড়ায় কিন্তু অবরোধ হলে জিনিসের দাম কমে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



