নিয়ন আলোর এ শহর-
আমারে বিদায় দাও, ছেড়ে যাও
চাঁদ যেখানে পর হয়ে ভুলে যায়
সে শহর আমারে ছুঁড়ে ফেলে দাও আস্তাকূড়ে।
হে শহর, সোডিয়াম আলোর শহর
আমাকে ধরে রেখো না,
আমি চাই না মায়া, চাই না কোন বাঁধন
আজকাল বাঁধন ছেঁড়ার গানে অভ্যস্ত হয়ে গেছি
আমারে আর ধরে রেখো না।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




