এত দ্বারা সকল জামাতি এবং তাহার অঙ্গসংঘঠন কে জানানো যাইতেছে যে আগামীকাল ২৮ শে অক্টোবর বিধায় সকল কর্মীকে প্রচারনায় ঝাপিয়ে পড়তে হবে। বিভিন্ন ধরনের পোষ্টারে পোষ্টারে ঢাকা শহরকে ঢেকে দিতে হবে, মিছিল হবে মিটিং হবে। বাংলা ব্লগ গুলোতে এসে হাউমাউ করে কাদাঁ হবে। পোষ্টের পর পোষ্ট দিয়ে প্রথম পাতা ভরে দিতে হবে।
কেন ঐ দিন কিছু জামাতিকে অমানবিকভাবে মারা হলো। আর এই প্রচারনার জন্য সবাইকে অগ্রীম টাকা পে করা হবে, তাই আজ রাতর মধ্যে সবাইকে মগবাজারের কেন্দ্রীয় অফিসে আসার অনুরোধ রইলো।
একটি মগবাজারিয় প্রেস বিজ্ঞপ্তি ..............
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




