সকাল ৮.০০ : মোবাইলে এলার্ম ক্রিং ক্রিং.......।এলার্মটা বন্ধ করে আবার ঘুম।
সকাল ৮.৩০: মোবাইলে আবার সময় চেককরণ।
সকাল ৮.৪৫: বাধ্য হয়ে শয্যাত্যাগ।
সকাল ৮.৫০: প্রাত:কৃত্য সারতে সারতে দিনের প্রথমবারের মত উপলব্ধি "চাকরিটা আর করবনা"।
সকাল ৯.০০: প্রবল ভীড়ের মধ্যে বাসে উঠার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি পর্ব শুরু।
সকাল ৯.১৩: বিরল সৌভাগ্যবশত: মাত্র ১৩ মিনিটের মাথায় বাসের দরজায় এক পা রাখার মত জমি দখল করে যুদ্ধজয়ীর বেশে (পরিপাটি করে আঁচড়ানো চুল এলোমেলো হয়ে যাওয়া, আয়রন করা প্যান্টে পার্শ্বযাত্রীর জুতার সুশিল্পিত ছাপ পড়া.......ইত্যাদি ইত্যাদি) অফিসের পথে গমন।
সকাল ৯.৪২: রাস্তায় নিদারুণ জ্যাম ঠেলে ৫ মিনিটের রাস্তা ২৯ মিনিটে অতিক্রম করে Last entry time এর মাত্র ২ মিনিট আগে অফিসে প্রবেশ।
সকাল ১০.০০: সকালের নাস্তাটা সারতে "হোটেল আল সালাদিয়া ঢাকা"-য় গমন এবং সুস্বাদু নাস্তা ভক্ষণ-হেতু মনে মনে হোটেল মালিকের গোষ্ঠী উদ্ধারকরত: পুনরায় দ্বিতীয়বারের মত উপলব্ধি "চাকরিটা আর করবনা" ।
১০.৩০ হতে ১.০০ টা: বোরিং অফিস, বোরিং অফিসিয়াল কাজ-কাম...."চাকরিটা আর করবনা, বাড়ী চলে যাব, টিউশনি করব আর B.C.S এর জন্য ট্রাই করব" ....... তৃতীয় বারের মত উপলব্ধি ।
দুপুর ১.৪৫: নামাজ শেষে Lunch এর জন্য আবার "হোটেল আল সালাদিয়া ঢাকা"য় গমন এবং বাড়ীতে মায়ের হাতের রান্নার জন্য মনের মাঝে হাহাকার এবং পুনরায় সেই উপলব্ধি.....।
দুপুর ২.৩০: শতাব্দীর শ্রেষ্ঠ ঘুমের জন্য নিদ্রা দেবীর অক্লান্ত আহবান...... " এ আহবান রুখিব, কী সাধ্য আমার......?"
দুপুর: ৩.৩৪: সামান্য অফিসিয়াল আড্ডা।সিনিয়র ভাইদের বোকাটে খুঁনশুটি। হাসি না আসলেও ভদ্রতার খাতিরে সামান্য কাষ্ঠ হাসি।
বিকাল ৪.১০: নামাজ শেষে হঠাৎ কাজের চাপ। শেষ সময়ের কাজের ব্যস্ততা।
বিকাল ৫.১৩: বস বেরিয়েছে কিনা সে ব্যাপারে হালকা খোঁজ। এখনও বের হয়নি জেনে মনে মনে বসের চৌদ্দ গোষ্ঠী ....।
সন্ধ্যা ৫.৩০: অবশেষে অফিস থেকে মুক্তি। রবি'র (একটেল) হেড অফিসের পাশ দিয়ে গমন এবং "আমার একটা সেই রকম মামা থাকলে আমিও এখানে থাকতাম" ভেবে দীর্ঘশ্বাস ত্যাগ।
সন্ধ্যা ৫.৪৮: আবার তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি পর্ব এবং চিরায়ত উপলব্ধি.....।
সন্ধ্যা ৬.৩০: ৫ মিনিটের রাস্তা প্রায় পৌনে এক ঘন্টায় অতিক্রম করে ক্লান্ত বিদ্ধস্ত হয়ে বাসায় প্রবেশ।
রাত ৮.০০: বুয়ার হাতের সুস্বাদু রান্না খাইতে খাইতে রুয়েটের ফ্রেন্ডদের সাথে রুয়েটের সিলেবাস নিয়ে কঠোর সমালোচনা, স্যারদের দায়িত্বের প্রতি আন্তরিকতার অভাব নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্তকরণ, প্রাইভেট ভার্সিটির পোলাপানের সাথে আমাদের পার্থক্য কোথায় এ ব্যাপারে গুরু-গম্ভীর মন্তব্য প্রকাশ....ইত্যাদি ইত্যাদি ।
রাত ৯.৪৫: নেটে প্রবেশ এবং বাই ডিফল্ট ফেসবুক ওপেন্ড এন্ড বাই ডিফল্ট EEE A section ওপেন্ড। অবশ্যম্ভাবী মণিমালা জিসান, আব্দুল্লাহ আল বাসিত, আনিসুর রহমান (EEE A section এর সবচাইতে সুখীত্রয়) এর পোস্ট অবলোকন এবং পাঠ।
রাত ১১.০০: বিডি জবসে তন্য তন্য করে জব তালাশ এবং এক্সপেরিয়েন্সের ঘাটতিজনিত সমস্যায় হতাশ হয়ে "আর জীবনেও বিডি জবসে ঢুকবনা" মর্মে দৃঢ় (অনেকবার ভাঙ্গা হয়েছে) প্রতিজ্ঞা।
রাত ১২.১০: ইয়ের সাথে হালকা প্রেমালাপ (মাঝে মাঝে ছ্যাকালাপ)।
রাত ১২.৫০: সব আলো নিভিয়ে দাও...... আমি ঘুমাব আলোর শেষে....জয় হোক ক্লান্তির......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



