আমি: হ্যালো, আসসালামু আলাইকুম
সে: ওয়ালাইকুমুসসালাম।
আমি:কেমন আছ তুমি?
সে: ভালো, তুমি কেমন আছ?
আমি: আছি ভালোই।ঘুম থেকে কখন উঠছ?
সে: উঠছি অনেকক্ষণ আগে।তুমি কখন অফিস থেকে আসছ?
আমি: আসছি...এই.....ছয়টার সময়..
সে: তুমি ছয়টায় অফিস থেকে আসছ।আর এখন তোমার ওখানে may be নয়টা বাজে।তুমি এতক্ষণ পরে ফোন করলা?এতক্ষণ কী করছিলা ?
আমি: (মনে মনে প্রমাদ গুণি) ইয়ে .....না.... মানে .....আমি আগেই আসছিলাম। skype তেও আসছিলাম অনেকক্ষণ আগে।but আমি ভাবছিলাম তুমি হয়তো ঘুমাচ্ছ।আমার এখানে যখন সন্ধ্যা ছয়টা বাজে,তখন তো তোমার ওখান.......may be .....সকাল নয়টা বাজে, তাইনা?তখন তো তুমি ঘুমাও।তাই তোমাকে কল করে ডিস্টার্ব করতে চাইনি।
সে: না। Look, আমি নয়টার আগেই ঘুম থেকে উঠছি।কিন্তু তোমাকে স্কাইপ-এ না পেয়ে আবার ঘুমাইছি।তুমি অনেক আগে অফিস থেকে আসলেও স্কইপ-এ আসনি।তুমি ফেসবুকে থাকো,তুমি হেন কর , তেন কর, but স্কাইপ - এ আসনা।তুমি আসলে আমার সাথে কথা বলতে চাওনা। U don't love me.
আমি: না না সোনা,প্লিজ তুমি রাগ করনা।আমি অফিস থেকে আগে আসলেও.....এই.......গোসল-টোসল, খাওয়া-দাওয়া,এটা-সেটা করতে করতে দেরি হয়ে যায়।প্লিজ সোনা, তুমি রাগ করনা।আর তাছাড়া আজকে অফিস থেকে আসার পথে একটা মেয়ের সাথে ................(জিভ কাটি)
সে: কী?একটা মেয়ের সাথে .......কী? (ঈষৎ বিস্ফোরিত)
আমি: না, মানে একটা মেয়ের সাথে পরিচয় হলো।মানে ও আমার সাথে কলেজে পড়ত।চার বছর পরে দেখা তো, চেহারা টা ভুলে গেছিলাম।ওর সাথে একটু গল্প করলাম,রেস্টুরেন্টে বসলাম,তাই দেরী হয়ে গেলো।অবশ্য মেয়েটা বেশ সুন্দর।
সে: (পুরো বিস্ফোরিত হয়ে) ওহ।O.K. বাই।তুমি সুন্দর সুন্দর মেয়েদের সাথে কথা বল, রেস্টুরেন্টে যাও,সময় কাটাও, আই ডোন্ট কেয়ার।O.K. বাই।
আমি: না না সোনামণি,প্লিজ প্লিজ লাইন কাইটোনা,প্লিজ। স্কাইপ-এ একবার লাইন কাটলে আবার লাইন পাওয়া মুশকিল।আমি তোমাকে জেলাস করার জন্য একটু মিথ্যা বললাম সোনা।আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাইইইনা।আমি শুধু তোমার দিকে তাকাই।তুমি আমার দোয়েল,কোয়েল,ময়না,টিয়া,টুনটুনি,বুলবুলি.....
-(ঈষৎ গলিত হয়ে) হুম কাইল্যা কাক।
আমি: হ্যাঁ হ্যাঁ তুমি আমার কাক।
সে: কী.....আমি তোমার কাক.....O.K. তোমার সাথে আর কোনো কথা নাই।বাই বাই বাই।
আমি: স্যরি,স্যরি, সোনা।ভুল হয়ে গেছে।প্লিজ তুমি লাইন কাইটোনা।এটা তোমার আমেরিকা না।এটা বাংলাদেশ।এখানকার ইন্টারনেট ঠেলাগাড়ীর মত চলে।স্কাইপ-এ একবার লাইন কাটলে আবার পাওয়া মুশকিল।কারেন্ট টা যে আবার কখন চলে যায়।
সে: তোমার খালি excuse আর excuse। I hate u, I hate ur current, I hate ur internet, I hate ur poop face.
আমি: আমার সাথে একটু ভালো করে কথা বলো জানু। ইশ্.... কারেন্ট যে কখন চলে যায়!
সে: এত কারেন্ট যায় কেন তোমাদের ওখানে?তোমার সাথে যে একটু ভালো করে কথা বলব তাও পারিনা।আই মিস ইউ বেবি।
আমি: এটা কি তোমার আমেরিকা সোনা?এটা বাংলাদেশ।এখানে যখন তখন কারেন্ট.........
ওহ কারেন্ট টা আবার চলে গেল।শিট!!!!!!!! শালার কারেন্ট!!!!!!!!যাওয়ার আর সময় পাইলিনা!!!ইচ্ছা করে শালার কারেন্ট কে ধরে আচ্ছামত.............(লিখার অযোগ্য পদাবলী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




