হায় হায় আমি এতদিন কি ভাবছিলাম যে ২৪ তলা নাহলে ৩০ তলা বিল্ডিং।কিন্তু এখন একডা কি দেখতাছি এই ভাঙ্গা চোরা বিল্ডিং ডা ডেসটিনির মেন অফিস।ডেস্টিনির এক লোক একবার আমারে বলছিলো যে তারা নাকি বাংলাদেশে একটা ২০০ তলা বিল্ডিং বানাবে।সে বিল্ডিং এর উপরে নাকি রানওয়ে থাকবে।সেখানে নাকি বিমান ল্যান্ড করবে।
ছিঃ ছিঃ সরকার এইটা একটা কাজ

করলো।এত সুন্দর সুন্দর টাই পড়া হাফ শিক্ষিত মানুষদের গ্রেফতার করলো।আমি

ধিক্কার জানায় সরকারের এ সিধান্তে।ডেস্টিনির কর্মীদের সম্মান

জানিয়ে ছেড়ে দেওয়া হোক।আর

দাবি জানাই

রফিকুল আমিনকে যেন দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।তাদের ২০০ তলা বিল্ডিং এবং পদ্মা সেত্য বানাতে দেওয়া হোক
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫৬