আসো একটু নস্টালজিক হই। মাঝে মাঝে নস্টালজিক হওয়া ভালো। এখন এসো ফিরে যাই নিজ নিজ অতীতে। বেশী দিন আগে যাওয়ার দরকার নাই।
সবাই তখন বইপত্র নিয়া স্কুলে যাইতাম। স্যারেরা পড়াইতো আমরা শিখতাম। অন্তত বেতের বা শাস্তির ডরে হইলেও পড়া শিখ্যা যাইতাম। তবে ফাকির কোন উপায় পাইলে তা সৎব্যবহার করেত ভুলতাম না। আর চোখ জুইরা থাকতো ভবিষ্যতের স্বপ্ন। বড় প্রতিষ্ঠিত কাওরে দেখলেই মনে হইতো তার মতো হমু। এখন হয়তো অনেকে তাগো স্বপ্ন পুরণ করবার পারছে আবার কেউ পারে নাই । এইটাই প্রকৃতির নিয়ম। যাক সেই কথা।
আমি যে গাছের কথা কমু এই টার থাইক্য কেউ মুক্তি পাইছে বইল্যা আমার মনে হয় না। সেই সময় বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা একটা প্রশ্ন আইতো "রচনা লিখ"। বিভিন্ন বিষয়ের উপর রচনা শিখা হইতো। জকের আলোচ্য বিষয়ের উপর সবাই সেই সময় রচনা শিখছে। আজ দেখি কার কতখানি মনে আছে। যার যতটুক মনে আছে আসো এইখানে লিখে স্মৃতি চারণ করি।
যে এই গাছ চিনে না তার জীবন বৃথা আর যে এই রচনা শিখে নাই সে গোমুর্খ।
ফুলে নামঃ পাট ফুল
অন্যান্য স্থানীয় নামঃ নাইল্যা, Jute ...,
বৈজ্ঞানিক নামঃ Corchorus capsularis ( সাদা পাট) ,Corchorus olitorius ( তোষা পাট)
পরিবারঃ Tiliaceae
এইখানে সবাই পাটের রচনা লিখে স্মৃতি চারণ করো
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৬