অনেকেই আছেন অনেক রকম কারনে, ইচ্ছায় বা অনিচ্ছায় পড়াশুনার যখন সঠিক সময় ছিল তখন পড়াশুনা করতে পাড়েন নাই আমার মত।
যারা নতুন করে পড়াশুনা শুরু করতে চান তাদের জন্য এই গ্রুপটি খোল হয়েছে,যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্বন্ধে জানতে চান, কিভাবে ভর্তি হতে হয়, কোথায় ভর্তি হতে হয়, কোর্স কত দিনের , ক্লাশ কিবারে হয়,চাকুরীজিবিরা পড়তে পারেকিনা, পরিক্ষা হয় কখন সার্টিফিকেটের মান কেমন ? এরকম আনেক জানা আজানা বিষয় এখানে আলোচনা করার সুযোগ থাকবে, যদিও একটি পুর্ন ওয়েবসাইট আছে উনমুক্ত বিশ্ববিদ্যালয়ের।
>
>
ঠিকানা
>
>
Welcome to Bangladesh Open Universityhttp আবার বয়ষ্ক শিক্ষাকে উৎসাহ দেয়াটাও আমাদের একটা প্রধান লক্ষ, অনেকেই আছেন বড় বিজনেস করেন কিন্তু পরাশুনা করার সময় হয়ে উঠেনি, তাদের জন্য যে সুযোগটি এখনও অপেক্ষা করছে তা তাদেরকে জানিয়ে দেয়াও আমাদের একটি প্রধান লক্ষ। আশা করি ফেসবুকের সকল বাংলাদেশী ব্যাবহারকারি ভাই ও বোনেরা যারা অনেকেই ডাক্তার , ইঞ্জিনিয়ার,অনার্স,মাষ্টার্স কমপ্লিট করে বিভিন্ন প্রতিষ্ঠানেকাজ করছেন বা নিজে প্রতিষ্ঠান দিয়েছেন, কিন্ত আপনার প্রয়োজন পরেনি বিধায় আপনি এই সেক্টর সম্বন্ধে জানা নেই, কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন যে আপনার আশেপাশের অনেক মানুষ আছেন বিভিন্ন পেশায় নিওজিত যাদের এডুকেশন লেভেল লো, আপনার অফিসের একটি ছেলে বা একটি মেয়ে হয়তো নেট চালাবার সুয়োগ পায়না তারা এই ইনফর্মেশন পায়না, আপনি তাদের জানিয়ে দিতে পারেন উৎসাহ দিতে পারেন এই বয়সে এসে আবার পড়াশুনা শুরু করার জন্য। আবার অনেকে এস এস সি পাস করে চাকুরীতে ঢুকেছেন, কিন্তু এখন চাকুরিতে প্রমশন পাচ্ছেননা এইচ এস সি সার্টিফিকেট নেই বলে তাদেরকে এখানে এসে পরতে বলতে পারেন। আবার যারা অধ্যায়ন করছেন কিন্তু রেগুলার স্টাডি সেন্টারে যেতে পারছেনা তারা ইনফর্মেশন পেতে পারেন এখান থেকে আপনার স্টাডি সেন্টারের যদি কেউ এখানে থাকে তার কাছ থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




