আপনার আত্নার শান্তি কামনা করছি।
গতকাল আপনার বিদায় খবর টেনে নিয়ে এলো সামুতে।আপ্নার শেষ লেখাটা পড়ে এখানে রেজিস্টার করলাম আরো লেখা পড়বো বলে।
আপনার নাম আমার পরিচিত ছিলো। কখনো কোন লেখা পড়েছি কিনা জানিনা।(মনে নেই)
মনটা এতো খারাপ ~
মনে হচ্ছে
আপন কাউকে হারিয়েছি।
চিনিনা জানিনা তবু।
লেখার মাঝে জীবন্ত
আপনি
হারিয়ে গেছেন
বিশ্বাস হয়না।
জীবন যেন ছোট্ট স্বপন হঠাত হাওয়া।
বাস্তবতার মুখোমুখি পৌঁছে যাওয়া!
সেইখানে সুখ শান্তি থাকুক এটুক চাওয়া।
পাই বা না পাই এই জীবনে নেই পরোয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


