চারশ বছরের ঐতিহ্যবাহী ঢাকাকে ২ ভাগে ভাগ না করে আর কি কি করা যেত বলে আপনি মনে করেন?
আমি কিছু ভেবেছি সেগুলো নিচে দেওয়া হল:
******** ঢাকাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যেতে পারত।
******** ঢাকাকে মাত্র ২ ভাগে ভাগ না করে কয়েক হাজার ভাগ করা যেত। তাহলে নাগরিক সুবিধা আরো বেশী পাওয়া যেতো। সব সুযোগ সুবিধা ঘরের দ্বারে নয়, ঘরের ভিতরে চলে আসত।
******** ঢাকাকে কয়েক হাজার ভাগ করে প্রত্যেকতা অংশকে আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলে কতগুলো প্রধানমন্ত্রী ওমন্ত্রী পরিষদ পাওয়া যেত। তাহলে একজন নাগরিকের জন্য একজন মন্ত্রী থাকত। আহা তাহলে কি মজাই না হতো?
******** ঢাকাতে এত সমস্যা আর সেই সব সমস্যা সমাধানের উপায় যেহেতু নেই বললেই চলে, সেক্ষেত্রে ঢাকাবাসীকে টাইট দেবার শুধুমাত্র ঢাকাতে জন্য সামরিক শাসন জারি করা যেত। তাহলে ঢাকাবাসী বুঝতো How many Paddy How many Rice
******** ঢাকাকে ২ ভাগ করেছি দেশকেও ২ ভাগ করবো ইনশাল্লা এমন শপথ নিয়ে মরিয়া হওয়া যায় কি বলেন?
(দেশের এক ভাগ ইন্ডিয়া আর এক ভাগ মায়ানমারকে দিয়ে দিলেই সব ঝামেলা আর কেচাল ফিনিশ)
******** আামার আব্ববা স্বপ্নে পাইছিলো থুক্কু স্বপ্ন দেখছিলো ঢাকা ১০০০ ভাগে ভাগ করার, আর মাত্র ২ ভাগ.........................এই গায়েবী বাণী কথায় বলিয়ান হয়ে আমরা ঢাকাকে ১০০০ ভাগ করার জন্য আন্দোলন শুরু করে দিতে পারি।
ব্লগার ভাই ও বোনরা আপাতত আমার মাথায় এইগুলা আসছে। আপনাদের আইডিয়াগুলাও প্লিজ লাগে শেয়ার করেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




