দেবদাস হয়ে গেছে মনটা।
পড়ে পড়ে রাত-দিন
খাই ছ্যাকামাইসিন;
অকালেই ছাই হলো জীবনটা।
জীবনটা খোয়াবো কি অকালেই।
আধুনিক দেবদাস,
রোজ গিলি ছাই-পাস;
আধুনিকা পারু কেউ তাকালেই।
তাকালেই কোনো পারু আধুনিকা,
হৃদয়েতে বেঁজে ওঠে প্রেম-বীণ।
ভুলে যাই পুরাতন বিভীষিকা;
খেতে হয় তাই ছ্যাকামাইসিন।
(2)
জন্ম থেকে খাচ্ছি প্রেমে ছ্যাকা।
দিন দিন তাই হচ্ছি কুঁজো
শিরঃদাঁড়া টাও যাচ্ছে হয়ে ব্যাঁকা।
আসল কথা পকেটে নাই ট্যাকা।
থাকলে ট্যাকা হতো না আর
হরহামেশা খাইতে কঠিন ছ্যাকা।
(3)
প্রথম প্রেমের পত্র নিয়ে
গেলাম পারুর বাড়িতে;
প্রেমের সখ ঘুঁচলো তাহার
মায়ের ঝাড়ুর বাড়িতে।
কোনো মতে জানটা নিয়ে
হলাম আমি অদেখা।
সেটাই ছিল ছোট্ট বুকে
প্রথম প্রেমের ছ্যাকা।
তবু সেই প্রেমের স্মৃতি
এই হৃদয়ে অমলিন;
প্রথম প্রেম, প্রথম পত্র,
প্রথম ছ্যাকামাইসিন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




